শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নাজমুল আবেদীন ফাহিমের ভেতর অনেক লোভ-লালসা: সুজন

স্পোর্টস ডেস্ক : ৫ আগস্ট রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পরও বিসিবিতে ছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে তার ওই থাকাটা খুব বেশি দীর্ঘ হয়নি। ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার কিছুদিন পর নিজেই দায়িত্ব ছাড়েন সুজন। বোর্ডে আসেন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। এর মধ্যে ফারুক হন সভাপতি। কিন্তু সম্প্রতি এ দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। বিসিবি সভাপতি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন নাজমুল আবেদীন ফাহিম।

স্ট্যান্ডিং কমিটি ভাগ করতে না পারাসহ বিভিন্ন বিষয়েও সমালোচনা করেন তিনি। পরে অবশ্য বিসিবি সভাপতি জানান, তাদের মধ্যে এই সমস্যা সমাধান হয়েছে। এ নিয়ে সোমবার সিলেটে কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ ও সাবেক বোর্ড পরিচালক সুজন। বাংলানিউজ 

তিনি বলেন, রোববারের (৫ জানুয়ারি) একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর (অহংকার) সমস্যা হবে। তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই এসেছেন। তারা যখন এসেছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন, চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখছি না। 

এখন দেখছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশন্স না পেলে কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা। কেন এই লোভ-লালসা তাদের মধ্যে আসে? আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন? আমার কেন থাকতেই হবে যে না আমি পাব।  

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম জানান, ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়েও পাননি তিনি। এ নিয়ে তার অসন্তোষ ছিল স্পষ্ট। কিন্তু এ বিষয়েও ক্ষোভ জানান সুজন। তার প্রশ্ন, ক্রিকেট অপারেশন্স ছাড়া অন্য কোথাও কেন কাজ করতে পারবেন না ফাহিম।

উনি কি ক্রিকেট অপারেশন্সের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশন্সের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলছেন অপারেশন্স ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলছি, এটা কী হচ্ছে, আমি জানি না। 

সুজন আরও বলেন, যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজন সিনিয়র মানুষ আমরা যাদেরকে অনেক সম্মান করি, ফারুক ভাই ও ফাহিম ভাই- দুজনেই আমাদের সম্মানীয় মানুষ এবং ক্রিকেটার। তাদেরকে যখন এমন দেখি ক্রিকেটার হিসেবে লজ্জিত হই। আসলে আমরা ক্রিকেটাররা কি এতো বেশি লোভী?

  • সর্বশেষ
  • জনপ্রিয়