স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি হিসাবে চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আগামী ১৮ জানুয়ারি মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের আগে প্রস্তুতি হিসেবে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ।
রোববার (৫ জানুয়ারি) থার্স্টনে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার। তবে শুরুর ধাক্কায় চাপে পড়ে যায় ইয়াং টাইগ্রেসরা। মাত্র ২০ রানেই ফিরে যান টপঅর্ডারের ৪ ব্যাটার। এরপর অধিনায়ক সুমাইয়া আক্তারের ৩৪ বলে ২৯ রানের ইনিংস কিছুটা প্রাথমিক ধাক্কা সামাল দেয়। শেষদিকে জান্নাতুল মাওয়ার ৩৫ বলে ৩৪ রানের ইনিংস দলের স্কোর একশ ছাড়িয়ে নিতে সাহায্য করে। তবুও ১৯.৩ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে রাশ্মিকা সেওয়ান্দি, প্রমোদি মেথসারা এবং লিম্মে থিলকরতেœ ২টি করে উইকেট নেন। ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার মেয়েরা কিছুটা ধীরগতির শুরু করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটি জটিল করে তুলে।
দলের হয়ে ভিমুস্কা বালাসুরিয়া অপরাজিত ৩০ বলে ২৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তারা ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১০ রান তুলে নেয়। এই হারের ফলে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে তাদের।