শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড জমা দেয়ার নির্দেশ আইসিসির

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাথমিক ১৫ সদস্যের স্কোয়াড আগামী ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে আইসিসি। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং চলবে ৯ মার্চ পর্যন্ত।  

দলগুলো প্রাথমিক স্কোয়াড জমা দেয়ার পরও চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে। চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ফেব্রুয়ারি।   

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলো পাকিস্তানের তিনটি শহর লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে। তবে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে।  

আটটি দল দুটি গ্রুপে বিভক্ত টুর্নামেন্টে অংশ নিবে। যেখানে বাংলাদেশ পড়েছে গ্রুপ এ-তে। গ্রুপর অন্যরা হলো- স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে স্বাগতিক পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচ।  

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। দেশের ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সাফল্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়