শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনীল গাভাস্কারকে আমলে নেইনি ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ভারত পারেনি বোর্ডার-গাভাস্কার ট্রফি জয় করতে। থেকে গেলো অস্ট্রেলিয়ার হাতে। অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যালান বোর্ডার সিডনি ক্রিকেট প্রাউন্ডে রোববার (৫ জানুয়ারি) স্বাগতিকদের হাতে ট্রফি তুলে দিয়েছেন। কিন্তু স্টেডিয়ামে উপস্থিত থেকেও ডাক পাননি সুনীল গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ।

সিরিজের সম্প্রচারকারী চ্যানেলের ধারাভাষ্যকার হিসেবেই অস্ট্রেলিয়ায় আছেন গাভাস্কার। পুরো সিরিজে টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে। কয়েক সপ্তাহ ধরে দুই দল যে ট্রফির জেতার জন্য লড়াই করলো, সেটি গাভাস্কার ও বোর্ডারের নামেই নামাঙ্কিত। ট্রফিটি রোববার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে তুলে দিয়েছেন বোর্ডার। কিন্তু পুরস্কার মঞ্চে ডাক পাননি গাভাস্কার।

পুরস্কার বিতরণের সময় মাঠেই ছিলেন গাভাস্কার। কিন্তু আয়োজকরা তাকে ডাকেনি। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ফলাফল যাই হোক, ট্রফি দেওয়ার সময় মঞ্চে থাকলে ভালো লাগতো। এটা তো বোর্ডার-গাভাস্কার ট্রফি। এর সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ও অস্ট্রেলীয় ক্রিকেটার সমর্থকদের আবেগ। আমি মাঠেই ছিলাম। কিন্তু মঞ্চে যাওয়ার ডাক পেলাম না।

তবে আয়োজকদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, অস্ট্রেলিয়া জিতলে গাভাস্কারকে ডাকা হবে না। আবার ভারত সিরিজ জিতলে ডাকা হতো না বোর্ডারকেও। এটি জেনেও হতাশ গাভাস্কার বলেন, এবারের ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। এটি কোনো ইস্যু নয়। ওরা ভালো খেলেছে বলেই জিতেছে। কিন্তু শুধু ভারতীয় হওয়ায় আমি ওদের হাতে ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না। আমি খুশি হতাম, যদি আমার পুরনো বন্ধু বোর্ডারের সঙ্গে মঞ্চ ভাগ নিতে পারতাম। 

সিডনিতে সিরিজের শেষ টেস্টে রোববার ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিতব্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও নাম লিখিয়েছে তারা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়