শিরোনাম
◈ খালেদা জিয়ার বিদেশ যাত্রা, বিদায় জানাতে নেতাকর্মীদের যে নির্দেশনা দিল বিএনপি ◈ এবার মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান ◈ চীনের তিব্বতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এক হাজার বাড়ি, নিহত বেড়ে ৫৩, আহত অন্তত ৬২ জন ◈ ঢাকায় ফিরেছেন কলকাতা বিমানবন্দরে আটকা পড়া ২২০ বাংলাদেশি ◈ দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জেলে ও নাবিক ◈ ইন্টার মিলানকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতলো এসি মিলান ◈ ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ আলোচনায় বসছে ◈ নাজমুল আবেদীন ফাহিমের ভেতর অনেক লোভ-লালসা: সুজন ◈ রশিদের ৭ উইকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সিরিজ জয় ◈ রাজধানী পুরানা পল্টনে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ১০:১৫ রাত
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ফাহিম ভাইর সঙ্গে আমার দ্বন্দ্ব নেই, সমস্যার সমাধান হয়ে গেছে: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে একে অপরের সঙ্গে দ্বন্দ্বের যেন অবসান হচ্ছে না। সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব অনেকদিন ধরে ছিল আলোচনায়। এর সঙ্গে এবার যোগ হলো বোর্ড সভাপতি ফারুক আহমেদের সঙ্গে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মনোমালিন্য।  

সম্প্রতি একটি টেলিভেশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি সামনে নিয়ে আসেন ফাহিম। গত আগস্টে রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর বোর্ডে আসেন ফারুক ও ফাহিম। এর মধ্যে ফারুককে সভাপতি করা হয়। কিন্তু একসঙ্গে বোর্ডে এলেও তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে চার মাস পেরোনোর আগেই।  

ফারুকের কথায় মনোক্ষুণœ হয়েছেন বলে একটি টেলিভেশন সাক্ষাৎকারে জানান ফাহিম। তবে তার সঙ্গে এই সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। সিলেটে রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।  

ফারুক বলেন, পদত্যাগ করতে চায়নি। বলেছে কাজ করা কঠিন। পদত্যাগ করতে চায় এমন কিছু শুনিনি। যাই হোক, ফাহিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। যমুনা টিভির সঙ্গে আমি কথা বলেছি। ফাহিম ভাই আমার সঙ্গে ছিল। নতুন বোর্ড বলতে তো ফাহিম ভাই আর আমাকেই বোঝায়। বাকি সবাই তো পুরোনো। যখন কাজের মাত্রা বেশি, লোকসংখ্যা কম তখন অনেক দিকে নজর দিতে হয়। তখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। ওই জিনিস থেকেই উনি হয়তো চিন্তা করেছেন কাজ ঠিকমতো করতে পারছেন না।  

ওইদিনের ঘটনা নিয়ে তিনি বলেন, ‘টিকিটের চাপ ছিল, প্রেসিডেন্ট বক্সেও একটা ঘটনা ঘটেছে। সব মিলে দিনটা আমার সেরা দিন ছিল না। তখন একটা কথা এসেছে। কার সাথে কী বলেছি হয়তো আমার মনেও নেই। মতের অমিল খুব স্বাভাবিক। এখানে দোষের কিছু দেখি না। এগুলো আগে নিজেরা সমাধানের চেষ্টা করা উচিত। 

ফাহিম ভাই আমার বয়োজ্যেষ্ঠ, সিনিয়র মানুষ। আমারও সিনিয়র খেলোয়াড়। আমার অনেক সিনিয়র। সেদিক বিবেচনা করে উনি হয়তো মনক্ষুণœ হয়েছেন। ফাহিম ভাই আর কোনো কথা বলতে চাননি। আমার পাশেই ছিলেন। মোট কথা আমরা সমস্যার সমাধান করেছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়