স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট আগামী শনিবার অনুষ্ঠিত হবে। দেশটির ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্টের ড্রাফটের টেবিলে থাকবে বাংলাদেশের আট ক্রিকেটারের নাম। ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ড্রাফটে জায়গা পাওয়া আট বাংলাদেশি ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তাওহীদ হৃদয়।
এর আগে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছিল, পিএসএলের ড্রাফটে থাকতে পারে ৩০-৪০ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম। অবশ্য ডাইমন্ড আর প্লাটিনাম ক্যাটাগরির তালিকায় থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে পিসিবি। পরের ক্যাটাগরিতে বাকি বাংলাদেশি ক্রিকেটারদের নাম থাকতে পারে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গতি দিয়ে আলোচনায় থাকা নাহিদ রানার নাম নেই পিসিবির প্রকাশিত তালিকায়। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে একই সময়ে। ফলে আইপিএলে দল না পাওয়া বিদেশি তারকা ক্রিকেটাররা ঝুঁকছে পিএসএলের দিকে।
এবারের পিএসএলের ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এবারের পিএসএল ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।