শিরোনাম
◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০২:৩৭ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে হারিয়ে এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : পারলো না ভারত, বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অংশ নেওয়ার আগে তাদের হম্বিতম্বি দেখে মনে হয়েছিলো, খুব সহজেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জিতে যাবে। কিন্তু মাঠে চিত্র ভিন্ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে হালে পানি পেলো না দাদারা। সিডনি টেস্টে সফররত ভারতকে ৬ উইকেটে হারিয়ে এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। 

প্রথম ইনিংসে প্রায় সমান রান স্কোরবোর্ডে জমা করে দু’দল। জেতার জন্য দ্বিতীয় ইনিংসে ১৬২ রানের টার্গেট পায় অস্ট্রেলিয়া। জবাবে ৬ উইকেট হাতে রেখেই ম্যাচসহ ৩-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা।

জাদেজা-ওয়াশিংটন জুটিতে তৃতীয় দিন শুরু করে ভারত। দলীয় স্কোরবোর্ডে ৬ রান যোগ করতেই বিদায় নেন কামিন্সের শিকার হয়ে সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দরও টিকতে পারেননি বেশিক্ষণ। তাকেও বিদায় করেন অজি অধিনায়ক।

ভারতের ইনিংস আর বেশিদূর এগোতে দেননি আগের দিন শেষ বিকেলে তা-ব চালানো বোল্যান্ড। সিরাজ ও বুমরাহ দুজনকেই বিদায় করেন এই অজি পেসার। শেষ পর্যন্ত ১৫৭ রানে শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস।

নির্দিষ্ট রান তাড়া করতে নেমে ‘বাজবল’ স্টাইলে খেলতে নামে দুই অজি ওপেনার কনস্টাস ও উসমান খাজা। চতুর্থ ওভারের শেষ বলে দলীয় ৩৯ রানে উদ্বোধনী জুটি ভাঙেন কৃষ্ণা। ব্যক্তিগত ২২ রানে সাজঘরে ফেরেন মেলবোর্নে অভিষিক্ত হওয়া তরুণ ওপেনার কনস্টাস। নতুন ব্যাটার লাবুশানের ব্যাটও হাসেনি এদিন। কৃষ্ণার দ্বিতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ৬ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ব্যর্থ স্টিভেন স্মিথও। মাত্র ৪ রান করে লাবুশানের মতোই জয়সওয়ালের হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন অজিদের নাম্বার ৪।

স্মিথের বিদায়ের পর দলের হাল ধরেন মিডল অর্ডারের দুই বাটার ওয়েবস্টার ও হেড। দুজনই শেষ পর্যন্ত দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। হেড ও ওয়েবস্টারের ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৪ ও ৩৯ রান।

ভারতের পক্ষে ৩টি উইকেট তুলে নেন কৃষ্ণা ও একটি উইকেট পান সিরাজ। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার ওঠে বোল্যান্ডের হাতে। অপরদিকে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরা হন জাসপ্রিত বুমরাহ।

উল্লেখ্য, দুই দলের মুখোমুখি দেখায় সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু করে ভারতই বিশেষ এই ট্রফির প্রতিটি সিরিজ জিতে আসছে। দীর্ঘ এক দশক পর এই ট্রফি ফিরলো অজিদের কাছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের এখন থেকেই ভাবতেই পারে প্যাট কামিন্সের দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়