শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিম ইকবাল আর দেশের হয়ে খেলবেন না

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে তামিম ইকবাল কবে খেলবেন? অনেক দিন ধরেই দেশের ক্রিকেট ভক্ত-সমর্থকদের মাঝে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটি। এ বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক যে উত্তর দিয়েছেন তা আশাব্যঞ্জক নয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদিকে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, জাতীয় দলের পাট চুকিয়ে ফেলেছেন তিনি।

বিপিএলের একাদশ আসরে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন আফ্রিদি। শুক্রবার পাকিস্তানের কিংবদন্তি এই অলরাউন্ডার নিজের ইউটিউব চ্যানেলে তামিম, মোহাম্মদ নবী ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আড্ডার একটি ভিডিও আপলোড করেন। সেখানেই এক সময় জাতীয় দলের হয়ে আর না খেলার বিষয়টি জানান তামিম।
এবারের বিপিএল তামিমের ফরচুন বরিশালের হয়ে খেলছেন নবী ও শাহিন। নবীর হোটেল রুমে আড্ডার ভিডিওটির আলোচনার অনেকটা অংশজুড়েই ছিল ক্রিকেটকে ঘিরে। এক পর্যায়ে আফগানিস্তানের এই তারকা অলরাউন্ডারের কাছে আফ্রিদি জানতে চান, তিনি আর কতদিন জাতীয় দলের হয়ে খেলবেন। তখন নবী জানান, চ্যাম্পিয়নস ট্রফির পর তিনি ওয়ানডে ছাড়বেন।

এরপরই আফ্রিদি তামিমের কাছে প্রশ্ন করেন, আপনি পুরোপুরি রিটায়ারমেন্টে? জবাবে হাত নাড়তে নাড়তে তামিম বলেন, জাতীয় দল থেকে। ২০২৩ সালে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরদিন আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ ২০২৩ সালের সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন এই ওপেনার। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর থেকে আর দেশের হয়ে মাঠে নামেননি তিনি।

অবসরের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত না জানানো ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বিভিন্ন সময় জানিয়েছেন, বোর্ডের সঙ্গে আলোচনা করে জাতীয় দলে ফেরার বিষয়ে ভাববেন তিনি। কিন্তু এখন পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়