স্পোর্টস ডেস্ক: সিডনি টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৬ উইকেটে ১৪১ রান তুলে দিন শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চাইতে ১৪৫ রানে এগিয়ে তারা। বাকি ৪ উইকেটের মধ্যে বুমরাহর মাঠে নামার সম্ভাবনা কম। ফলে ভারতের হাতে আছে আসলে ৩ উইকেট। স্বীকৃত ব্যাটার বলতে আছেন কেবল রবীন্দ্র জাদেজা। ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এই টেস্টে খেলছেন না। তাকে ছাড়া খুব একটা ভালো করতে পারেনি ভারত। মরার ওপর খাড়ার ঘা। ম্যাচের মাঝে চোট পেয়ে মাঠ ছেড়ে গেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক ও সিরিজে ভারতের মূল বোলিং ভরসা জশপ্রীত বুমরাহও। এরপর স্কট বোল্যান্ডের দারুণ বোলিংয়ে ভারতকে চাপে রেখে দিন পার করেছে অস্ট্রেলিয়া। - ডেইলি ক্রিকেট
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয় গিয়েছিল ভারত। যার জবাব দিতে নেমে ১৮১ রানে অলআউট হয় স্বাগতিকরা। বল হাতে পুরো সিরিজজুড়ে আগুন ঝড়ানো বুমরাহ, এদিনও অজি ব্যাটারদের রাতের ঘুম হারাম করে দিয়েছেন।
সিরিজে বুমরাহর উইকেটসংখ্যা এখন ৩২টি। অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্ট সিরিজে এত উইকেট আর কোনো ভারতীয় বোলারের নেই। এর আগে ১৯৭৭/৭৮ সিরিজে ৩১ উইকেট পেয়েছিলেন ভারতীয় স্পিন কিংবদন্তি বিষেন সিং বেদি।