নিজস্ব প্রতিবেদক : চলমান বিপিএলের ঢাকা পর্ব শেষ। এবার শুরু সিলেট পর্ব। আগামী সোমবার সিলেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্ব। দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স মোকাবিলা করবে রংপুরের, আর সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালের মুখোমুখি দুর্বার রাজশাহী। ঢাকা পর্বে সিলেট স্ট্রাইকার্স বাদে প্রতিটি দলই খেলেছে একের অধিক ম্যাচ। টুর্নামেন্টের পয়েন্ট টেবিল নিয়ে সমর্থকদের মধ্যে সবসময়ই থাকে ব্যাপক আগ্রহ। এবারও তার ব্যতিক্রম নয়। ঢাকা পর্ব শেষে এখনো অপরাজিত খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।
এখন পর্যন্ত তিস্তা পাড়ের দলটি সব চাইতে বেশি ম্যাচও খেলেছে। তিন ম্যাচের তিনটিতেই জিতেছে নুরুল হাসান সোহানের দল। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর, সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের বিপক্ষেও জয় তুলে নিয়েছে রংপুর। ৩ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার সবার উপরে নাহিদ রানা-শেখ মাহেদীরা।
দুই ম্যাচে দুই জয় নিয়ে দুই নম্বরে খুলনা। মেহেদী হাসান মিরাজরা প্রথম ম্যাচে চিটাগং কিংসকে হারানোর পর গত শুক্রবার ঢাকার বিপক্ষেও জয় তুলে নিয়েছে। ২ ম্যাচে তাদের ঝুলিতে ৪ পয়েন্ট।
দুই ম্যাচে একটি করে জয়ে তিন ও চার নম্বরে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। তিন ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে তালিকায় ৫ নম্বরে দুর্বার রাজশাহী। তিন ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। ৬ নম্বরে অবস্থান করছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। এক ম্যাচ খেলে জয়হীন সিলেট স্ট্রাইকার্স ৭ নম্বরে।