স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ব্যাট এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হাসেনি। ফলে নিজেই সিরিজের শেষ টেস্টে নিজেকেই সরিয়ে নেন। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। তারপরও রোহিতের সমালোচনা করতে ছাড়ছেন না সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। এবার সমালোচনাকারীদের একহাত নিলেন রোহিত। মাইক, ল্যাপটপ, কলম নিয়ে বসে থাকা কেউ তার অবসরের সময় ঠিক করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
পিতৃত্বকালীন ছুটির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেননি রোহিত। পরের তিন টেস্টে ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেছেন ভারতীয় অধিনায়ক। তাই সিডনি টেস্ট থেকে সরে যান তিনি। এই সিদ্ধান্ত অবসরের নিতেই কিনা উঠেছে এমন প্রশ্ন।- ডেইলি ক্রিকেট
এই প্রসঙ্গে রোহিত বলেন, এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। না আমি খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি এই ম্যাচে খেলিনি কারণ আমার ব্যাটে রান আসছে না। তবে এর কোনো নিশ্চয়তা নেই পাঁচ বা দুই মাস পরে রান আসবে না। জীবন প্রতি সেকেন্ড, মিনিট কিংবা প্রতিটা দিনেই বদলায়, ক্রিকেটে এমনটা অনেক দেখেছি আমি।
ডানহাতি এ ব্যাটার আরও বলেন, নিজের প্রতি আস্থা রয়েছে যে পরিস্থিতি বদলাবে। তবে একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। তাই কারও ল্যাপটপ, মাইক কিংবা কলমের ওপর নির্ভর করে না। তারা ঠিক করতে পারে না, কখন আমাদের অবসর নেওয়া উচিত, কখন আমাদের খেলার বাইরে থাকা উচিত, কখন আমাদের অধিনায়কত্ব করা উচিত। আমি একজন পরিণত মানুষ, দুই সন্তানের বাবাও। তাই আমি জানি, আমার জীবনে কী প্রয়োজন।