শিরোনাম
◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও)

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকদের একহাত নিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ব্যাট এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হাসেনি। ফলে নিজেই সিরিজের শেষ টেস্টে নিজেকেই সরিয়ে নেন। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। তারপরও রোহিতের সমালোচনা করতে ছাড়ছেন না সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। এবার সমালোচনাকারীদের একহাত নিলেন রোহিত। মাইক, ল্যাপটপ, কলম নিয়ে বসে থাকা কেউ তার অবসরের সময় ঠিক করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

পিতৃত্বকালীন ছুটির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেননি রোহিত। পরের তিন টেস্টে ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেছেন ভারতীয় অধিনায়ক। তাই সিডনি টেস্ট থেকে সরে যান তিনি। এই সিদ্ধান্ত অবসরের নিতেই কিনা উঠেছে এমন প্রশ্ন।- ডেইলি ক্রিকেট

এই প্রসঙ্গে রোহিত বলেন, এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। না আমি খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি এই ম্যাচে খেলিনি কারণ আমার ব্যাটে রান আসছে না। তবে এর কোনো নিশ্চয়তা নেই পাঁচ বা দুই মাস পরে রান আসবে না। জীবন প্রতি সেকেন্ড, মিনিট কিংবা প্রতিটা দিনেই বদলায়, ক্রিকেটে এমনটা অনেক দেখেছি আমি।

ডানহাতি এ ব্যাটার আরও বলেন, নিজের প্রতি আস্থা রয়েছে যে পরিস্থিতি বদলাবে। তবে একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। তাই কারও ল্যাপটপ, মাইক কিংবা কলমের ওপর নির্ভর করে না। তারা ঠিক করতে পারে না, কখন আমাদের অবসর নেওয়া উচিত, কখন আমাদের খেলার বাইরে থাকা উচিত, কখন আমাদের অধিনায়কত্ব করা উচিত। আমি একজন পরিণত মানুষ, দুই সন্তানের বাবাও। তাই আমি জানি, আমার জীবনে কী প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়