শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষকদের একহাত নিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : রোহিত শর্মার ব্যাট এবার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হাসেনি। ফলে নিজেই সিরিজের শেষ টেস্টে নিজেকেই সরিয়ে নেন। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনা। তারপরও রোহিতের সমালোচনা করতে ছাড়ছেন না সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। এবার সমালোচনাকারীদের একহাত নিলেন রোহিত। মাইক, ল্যাপটপ, কলম নিয়ে বসে থাকা কেউ তার অবসরের সময় ঠিক করতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

পিতৃত্বকালীন ছুটির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট খেলেননি রোহিত। পরের তিন টেস্টে ৬.২০ গড়ে মাত্র ৩১ রান করেছেন ভারতীয় অধিনায়ক। তাই সিডনি টেস্ট থেকে সরে যান তিনি। এই সিদ্ধান্ত অবসরের নিতেই কিনা উঠেছে এমন প্রশ্ন।- ডেইলি ক্রিকেট

এই প্রসঙ্গে রোহিত বলেন, এই সিদ্ধান্ত অবসরের সিদ্ধান্ত নয়। না আমি খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। আমি এই ম্যাচে খেলিনি কারণ আমার ব্যাটে রান আসছে না। তবে এর কোনো নিশ্চয়তা নেই পাঁচ বা দুই মাস পরে রান আসবে না। জীবন প্রতি সেকেন্ড, মিনিট কিংবা প্রতিটা দিনেই বদলায়, ক্রিকেটে এমনটা অনেক দেখেছি আমি।

ডানহাতি এ ব্যাটার আরও বলেন, নিজের প্রতি আস্থা রয়েছে যে পরিস্থিতি বদলাবে। তবে একইসঙ্গে আমাকে বাস্তববাদীও হতে হবে। তাই কারও ল্যাপটপ, মাইক কিংবা কলমের ওপর নির্ভর করে না। তারা ঠিক করতে পারে না, কখন আমাদের অবসর নেওয়া উচিত, কখন আমাদের খেলার বাইরে থাকা উচিত, কখন আমাদের অধিনায়কত্ব করা উচিত। আমি একজন পরিণত মানুষ, দুই সন্তানের বাবাও। তাই আমি জানি, আমার জীবনে কী প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়