শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১২:০৩ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেরেরার সেঞ্চুরিতেও খুলনার কাছে হার এড়াতে পারলো না ঢাকা ক্যাপিটালস

নিজস্ব প্রতিবেদক: জয়ের চেষ্টা করেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার থিসারা পেরেরার হার না মানা ১০৩ রানের ইনিংসটা চোখ রাঙানি দিচ্ছিলো প্রতিপক্ষ খুলনা টাইগার্সকে। পেরেরার ভালো সতীর্থ না থাকায় লড়াই করে হারতে হলো ঢাকাকে। এক কথায় বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে এসেও জয়ের দেখা পেলো না ঢাকা ক্যাপিটালস। শাকিব খানের দল এবার খুলনা টাইগার্সের বিপক্ষে হারলো ২০ রানের ব্যবধানে। 

টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। দলটির ওপেনার নাঈম শেখ শুরুতেই করেছেন দুর্দান্ত ব্যাটিং। অস্ট্রেলিয়ান ব্যাটার উইলিয়াম বোসিস্তোর সাথে প্রথম উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন তিনি। একপ্রান্তে নাঈম আক্রমণাত্মক ব্যাটিং করলেও অন্যপ্রান্তে বোসিস্তো টি-টোয়েন্টি সুলভ খেলতে পারেননি। ২৮ বলে ২৬ রান করেছেন বোসিস্তো, নাঈমের ব্যাট থেকে এসেছে ১৭ বলে ৩০ রান।

আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, ইবরাহিম জাদরান ও মোহাম্মদ নেওয়াজ ফিরেছেন এক অঙ্কের তবে খুলনাকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন অঙ্কন, জিয়ার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ২২ রান। ঘরেই।

শেষ দিকে ৮ বলে ২১ রানের ক্যামিও খেলেছেন আবু হায়দার রনি। ৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন নাসুম আহমেদ।

ঢাকার হয়ে ২ ওভারে ২২ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন চতুরঙ্গা ডি সিলভা। ৪ ওভারে ১৯ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন নাজমুল ইসলাম অপু, আলাউদ্দিন বাবু, শুভাম রন্জানে, আবু জায়েদ রাহি ও থিসারা পেরেরা।

রান তাড়ায় ঢাকাকে ভালো শুরু এনে দিতে পারেননি লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। এলকেডি ফিরেছেন দুই রান করে। তামিম শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে ফিরেছেন। ঢাকার এ ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১৯ রান।

স্টিফেন স্কিনাজি ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। শাহাদাত হোসেন দীপু ও রান্জানে ফিরেছেন এক অঙ্কের ঘরেই। একটা সময় মনে হচ্ছিল, বড় ব্যবধানে হারতে যাচ্ছে ঢাকা। ঠিক সেই সময়ে ঝড় তোলেন পেরেরা। খুলনার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন শ্রীলঙ্কান এ অলরাউন্ডার। ৩৯ বলে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি তুলে নেন ক্যাপিটালস অধিনায়ক। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ঢাকার আর কোনো ব্যাটার। চতুরঙ্গা তো এক প্রকার চাপ বাড়িয়েছেন। শেষ পর্যন্ত ৬০ বলে ১০৩ রান করে অপরাজিত ছিলেন পেরেরা। খুলনার হয়ে ৪ ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন মিরাজ। দুটি উইকেট নিতে রনি ৪ ওভারে দিয়েছেন ৪৭ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়