শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেট ইতিহাসে কম বয়সে অভিষেকের রেকর্ড মাফাকার

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে কম বয়সে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের রেকর্ড গড়েছেন কোয়েনা মাফাকা। স্বাগতিক আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে। 

শুক্রবার (৩ ডিসেম্বর) কেপ টাউনে ১৮ বছর ২৭০ দিন বয়সে টেস্ট অভিষেক হয় মাফাকার। এর আগে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেকে গতির ঝড় তোলেন তিনি। দেশটির সঙ্গে সাদা বলের সিরিজে তিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতেও বোলিং করে অনেকেরই নজর কাড়েন।

এর আগে গত বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাফাকার। ত্রিনিদাদে সেই ম্যাচে মাঠে নামার সময় তার বয়স ছিল ১৮ বছর ১৩৭ দিন।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের মধ্যে দিয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে অভিষেকের তালিকার তামিম ইকবালকে সরিয়ে আট নম্বরে উঠে এসেছেন মাফাকা। ১৮ বছর ২৯০ দিন বয়সে তিন ফরম্যাটেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তামিম।

সবচেয়ে কম বয়সে তিন ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের রেকর্ড মুজিব উর রহমানের। ১৭ বছর ৭৮ দিন বয়সে আফগানিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মাঠে নামেন এই অফস্পিনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়