শিরোনাম
◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টির নেতৃত্ব কে পাবেন, আলোচনায় মিরাজ, লিটন ও তাসকিন

স্পোর্টস ডেস্ক: নাজমুল হোসেন শান্ত নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে নেতৃত্বে থাকবেন তিনি।

নাজমুল শান্তর এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নতুন অধিনায়ক বেছে নেয়নি। কারণ মার্চের আগে বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে ক্রিকেট মহলে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে নতুন অধিনায়ক হিসেবে কার নাম এগিয়ে।

লিটন দাস এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। যদিও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই, তবে তার অধিনায়কত্ব এবং উইকেটরক্ষক হিসেবে দক্ষতা অনেকটাই বিসিবির আস্থা জুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্ব বেশ প্রশংসিত হয়েছিল। নিজেও জানিয়েছেন, দলের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

মিরাজের নামও আলোচনায় আছে। তবে টি-টোয়েন্টি দলে তার স্থায়ী জায়গা এখনো নিশ্চিত নয়, যা তার সম্ভাবনাকে কিছুটা পিছিয়ে দিয়েছে। দলের অন্যতম সেরা পেসার হলেও তাসকিনের চোটপ্রবণতা এবং মাঝেমধ্যেই বিশ্রামের প্রয়োজন তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

বিসিবি মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে নতুন অধিনায়ক ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। ততদিন পর্যন্ত অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়