শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টির নেতৃত্ব কে পাবেন, আলোচনায় মিরাজ, লিটন ও তাসকিন

স্পোর্টস ডেস্ক: নাজমুল হোসেন শান্ত নতুন বছরের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নিজের ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তবে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে নেতৃত্বে থাকবেন তিনি।

নাজমুল শান্তর এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো নতুন অধিনায়ক বেছে নেয়নি। কারণ মার্চের আগে বাংলাদেশ দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই। তবে ক্রিকেট মহলে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে নতুন অধিনায়ক হিসেবে কার নাম এগিয়ে।

লিটন দাস এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। যদিও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই, তবে তার অধিনায়কত্ব এবং উইকেটরক্ষক হিসেবে দক্ষতা অনেকটাই বিসিবির আস্থা জুগিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার নেতৃত্ব বেশ প্রশংসিত হয়েছিল। নিজেও জানিয়েছেন, দলের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

মিরাজের নামও আলোচনায় আছে। তবে টি-টোয়েন্টি দলে তার স্থায়ী জায়গা এখনো নিশ্চিত নয়, যা তার সম্ভাবনাকে কিছুটা পিছিয়ে দিয়েছে। দলের অন্যতম সেরা পেসার হলেও তাসকিনের চোটপ্রবণতা এবং মাঝেমধ্যেই বিশ্রামের প্রয়োজন তার অধিনায়ক হওয়ার সম্ভাবনা কমিয়ে দিয়েছে।

বিসিবি মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে নতুন অধিনায়ক ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে। ততদিন পর্যন্ত অধিনায়কত্ব নিয়ে আলোচনা চলতেই থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়