শিরোনাম
◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও)

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিন আহমেদ এখন বিপিএলে সেরা বোলিং ফিগারের মালিক

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব কী বোলিংটাই না দেখলো তাসকিনের। মাঠের দর্শকরাও যেনো অবাক দৃষ্টিতে তাকিয়ে। কী করছেন তাসকিন আহমেদ। কী দুর্দান্ত একটা দিনই না কাটালেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে তুলেছিলেন ঝড়। ৪ ওভারে ১৯ রান দিয়ে একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার।

রেকর্ডটি গড়তে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে। ২০২০ সালে খুলনার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন আমির। যা এতোদিন ধরে বিপিএলের সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল। ৪ বছর পর তার রেকর্ডটি ভেঙে নতুন করে গড়লেন তাসকিন। বাংলাদেশি বোলারদের মধ্যেও স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন। সিপিএলে ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ডটি নিজের করে নিলেন তাসকিন।

শুধু তাই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে তাসকিনের বোলিং ফিগারটি তৃতীয় সর্বোচ্চ। টাইগার এ পেসারের ওপরে আছেন শুধু মালয়েশিয়ার সায়াজরুল ইদরুস। ২০২৩ সালে চায়নার বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন ইদরুস। দ্বিতীয় সেরা বোলিং ফিগারটি ইংল্যান্ডের কলিন আকারম্যানের। বিয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়