শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০৬:১৭ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসকিন আহমেদ এখন বিপিএলে সেরা বোলিং ফিগারের মালিক

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব কী বোলিংটাই না দেখলো তাসকিনের। মাঠের দর্শকরাও যেনো অবাক দৃষ্টিতে তাকিয়ে। কী করছেন তাসকিন আহমেদ। কী দুর্দান্ত একটা দিনই না কাটালেন তিনি। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বল হাতে তুলেছিলেন ঝড়। ৪ ওভারে ১৯ রান দিয়ে একাই তুলে নিয়েছেন ৭ উইকেট। যা বিপিএলের ইতিহাসে সেরা বোলিং ফিগার।

রেকর্ডটি গড়তে তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে। ২০২০ সালে খুলনার বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৬ উইকেট শিকার করেছিলেন আমির। যা এতোদিন ধরে বিপিএলের সেরা বোলিং ফিগারের রেকর্ড ছিল। ৪ বছর পর তার রেকর্ডটি ভেঙে নতুন করে গড়লেন তাসকিন। বাংলাদেশি বোলারদের মধ্যেও স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন। সিপিএলে ৬ রান দিয়ে ৬ উইকেট শিকার করে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে রেকর্ডটি নিজের করে নিলেন তাসকিন।

শুধু তাই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতে তাসকিনের বোলিং ফিগারটি তৃতীয় সর্বোচ্চ। টাইগার এ পেসারের ওপরে আছেন শুধু মালয়েশিয়ার সায়াজরুল ইদরুস। ২০২৩ সালে চায়নার বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন ইদরুস। দ্বিতীয় সেরা বোলিং ফিগারটি ইংল্যান্ডের কলিন আকারম্যানের। বিয়ার্সের বিপক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়