নিজস্ব প্রতিবেদক: বিপিএলে দারুণ একটি ম্যাচ উপহার দিলো দুর্বার রাজশাহী। দলের সবাই ছিলেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ফলে কম বেশি সবাই ছন্দে ছিলেন। দলের ফেসার তাসকিনের তো জুরি নেই। দুর্দান্ত এক বোলারের নাম তাসকিন আহমেদ। এই তারকাই এদিন রাজশাহীর জয়ের নায়ক। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুর্বার রাজশাহীর জয়ের জন্য মঞ্চটা তৈরী করে দিয়েছিলেন তিনি। সেটাই কাজে লাগিয়েছেন দলটির ব্যাটাররা। আর তাতেই বিপিএলে নিজেদের প্রথম জয়টা তুলে নিয়েছে রাজশাহী। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য ৭ উইকেট ও ১১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে তারা।
ঢাকার হয়ে প্রথম ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি লিটন কুমার দাস। দুর্বার রাজশাহীর বিপক্ষেও হাসেনি এলকেডির ব্যাট। ৫ বল খেললেও খুলতে পারেননি রানের খাতা। আরেক ওপেনার তানজিদ তামিমও হয়েছেন ব্যর্থ। ১০ বলে ৯ রান করে ফিরেছেন তিনি।
তবে ঢাকার হাল ধরেন স্কিনাজি ও দীপু। দুজনেই শুরুতে দেখেশুনে খেলেছেন। প্রথমে সময় নিয়েছেন, এরপর নিজেদের স্বাভাবিক খেলাটা খেলেছেন তারা। ২৯ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৬ রান করে ফিরেছেন স্কিনাজি। একাদশে সুযোগ পেয়েই ফিফটি তুলে নিয়েছেন দীপু। ৪১ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি।
অধিনায়ক পেরেরা খেলেছেন ৯ বলে ২১ রানের ক্যামিও। ১৩ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন শুভাম রানজানে। এছাড়াও ৯ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন আলাউদ্দিন বাবু।
দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন মোহর শেখ ও হাসান মুরাদ।
রান তাড়ায় রাজশাহীকে ভালো শুরু এনে দিতে পারেননি মোহাম্মদ হারিস ও জিসান আলম। মুস্তাফিজুর রহমানের বলে স্কিনাজির দুর্দান্ত ক্যাচে ফিরেছেন হারিস। তার আগে ৫ বলে করেছেন ১২ রান। আরেক ওপেনার জিসান রানের খাতা খুলতেই পারেননি। ৮ বল খেলে শূন্য রানে ফিরেছেন তিনি।
তবে রাজশাহীকে বিপদে পড়তে দেননি এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বি। দুজনেই শুরুর ধাক্কা সামাল দিয়েছেন। ২০ বলে ২২ রান করে ফিরেছেন রাব্বি। তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন বিজয়। সেই সাথে তুলে নিয়েছেন টুর্নামেন্টের নিজের দ্বিতীয় ফিফটি। বিজয়ের পাশাপাশি দারুণ ব্যাটিং করেছেন রায়ান বার্ল। ৩৩ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। বিজয় দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে। ঢাকার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ, মুদ্ধ ও বাবু।