শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ৩০ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের ড্রাফটে থাকতে পারেন 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি ক্রিকেটারদের একটি বড় দল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন ড্রাফটে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। ইতিমধ্যেই ড্রাফটে নাম লিখিয়েছেন ৩০ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের নাম পূর্বেই প্রকাশিত হয়েছিল। - ক্রিকেট পাকিস্তান

আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। পিএসএলের ১০ম আসর শুরু হবে আগামী ৮ এপ্রিল, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড। আসরের ফাইনাল ম্যাচটি ১৯ মে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার অংশগ্রহণ করলেও তারা দল পেতে ব্যর্থ হন। তবে পিএসএলের ড্রাফটে তাদের ভালো সুযোগ রয়েছে, বিশেষত যেহেতু একই সময়ে আইপিএল ও পিএসএল অনুষ্ঠিত হবে এবং আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা পিএসএলে খেলার জন্য উন্মুক্ত থাকবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বেশ কয়েকজনের পিএসএলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই অংশগ্রহণ তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি পিএসএলে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে।

পিএসলের ড্রাফটে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটাররা: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়