শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শর্মাকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে বললেন রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মা অস্ট্রেলিয়া- ভারতের চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজে নিয়মিতই ব্যর্থ হচ্ছেন। টেস্ট ক্রিকেটে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন ভারতের এই অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে কোনো সিরিজে এতোটা ছন্দ পতন হয়নি ভারতের এই ওপেনারের। মেলবোর্ন টেস্ট হারের পর অবসরের কিছুটা ইঙ্গিত দিয়ে রেখেছেন রোহিত। একইসঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে তাকে ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও। অলআউট স্পোর্টস

পাঁচ ম্যাচের সিরিজে এখন অব্দি মাঠে গড়িয়েছে চারটি টেস্ট, যার মাঝে দুটি জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া, একটি জয়ের দেখা পেয়েছে সফরকারী ভারত এবং একটি ম্যাচ ড্র। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচেই জয় পায় ভারত, কিন্তু সেখানে ছিলেন না রোহিত। 

জসপ্রিত বুমরাহর নেতৃত্বে বিরাট কোহলি- ইয়াশভি জায়সাওয়ালরা জিতে ২৯৫ রানের বিশাল ব্যাবধানে। দ্বিতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দেন রোহিত। আর তারপর থেকেই ভারত দেখলো দুটি হার।

তিন টেস্টে এই ব্যাটার ইনিংস খেলেছেন পাঁচটি। সেই পাঁচ ইনিংসে তার রান যথাক্রমে ৩, ৬, ১০, ৩ এবং ৯। অর্থাৎ, ইনিংস প্রতি তার রানের গড় ৬ এর-ও নিচে। শুধু যে বছর শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষেই ব্যাট হাতে রান পাচ্ছেন না রোহিত, এমনটা নয়। পুরো বছর জুড়েই ব্যর্থ হ তিনি। গেল বছর ২৬ ইনিংসে ২৪ গড়ে করেছেন মোটে ৬১৯ রান।
মেলবোর্ন টেস্টের পর নিজের অবসরের ইঙ্গিত দিয়ে রোহিত বলেন, 'অনেক কিছুই করার চেষ্টা করছি। কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না। মানসিকভাবে হতাশ। ব্যক্তিগত কয়েকটা জিনিস নিয়ে ভাবছি। দেখা যাক কী হয়। আর একটা ম্যাচ বাকি। ভালো খেললে সিরিজ ড্র হবে।

এদিকে ভারতের সাবেক কোচ শাস্ত্রীও কড়া বার্তা দিয়েছেন রোহিতকে। তিনি বলেন, সিরিজ শেষ হলে রোহিত শর্মাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। টপ-অর্ডারে খেলার ক্ষেত্রে আমার মনে হয় ওর ফুটওয়ার্ক আগের মত নেই। অনেকবারই শট খেলতে বেশ দেরী করে ফেলছে।

ভারতকে ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে সেই ফরম্যাটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তারপরই নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ হার দেখেন তিনি, হতে হয় হোয়াইটওয়াশ। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও সিরিজ হারের দ্বারপ্রান্তে তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়