শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৬:০০ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে বাধ্য ফ্রাঞ্চাইজিরা : বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলকে স্মরণীয় করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছে না। কনসার্ট, মাসকট, থিম সং, ফ্রি পানি কর্ণার, অনলাইন টিকেট যার অন্যতম উদারহরণ। তবে এতো আয়োজনের মাঝেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। কারণ যে ক্রিকেটারদের নিয়ে এতো আয়োজন। সেই ক্রিকেটাররাই এখনো পারিশ্রমিক পাননি।

নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের একটা অংশ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু এবার তা হয়নি। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে দেয় সেজন্য চেষ্টার কোনো কমতি রাখছে না বিসিবি। - ডেইলি ক্রিকেট

ফারুক বলেন, একদম ডে ওয়ান থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা দিতে হবে। যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না।

বোর্ড সভাপতি আরও বলেন, গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে আমার সবার তরফ থেকে। এর মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের জন্য যাতে ফিল করে যে বোর্ড দেখবে। ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার। তারা কিন্তু টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্য।

এতো আয়োজনের পরও সমালোচনার মুখে পড়েছে বিসিবি। বিপিএল শুরুর একদিন আগে কনসার্ট ছাড়া নতুন কিছু দেখছেন না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। টুর্নামেন্ট শুরুর পর যোগ হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়