স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএলকে স্মরণীয় করে তুলতে চেষ্টার কোনো কমতি রাখছে না। কনসার্ট, মাসকট, থিম সং, ফ্রি পানি কর্ণার, অনলাইন টিকেট যার অন্যতম উদারহরণ। তবে এতো আয়োজনের মাঝেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। কারণ যে ক্রিকেটারদের নিয়ে এতো আয়োজন। সেই ক্রিকেটাররাই এখনো পারিশ্রমিক পাননি।
নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের একটা অংশ পাওয়ার কথা ক্রিকেটারদের। কিন্তু এবার তা হয়নি। তবে ক্রিকেটারদের পারিশ্রমিক যাতে ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়ে দেয় সেজন্য চেষ্টার কোনো কমতি রাখছে না বিসিবি। - ডেইলি ক্রিকেট
ফারুক বলেন, একদম ডে ওয়ান থেকে যোগাযোগ করা তাদের বলা যে টাকাটা দিতে হবে। যেভাবে আমরা গিয়েছি। আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না।
বোর্ড সভাপতি আরও বলেন, গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে আমার সবার তরফ থেকে। এর মানে এই না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজিদের জন্য যাতে ফিল করে যে বোর্ড দেখবে। ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার। তারা কিন্তু টাকা খরচ করছে ক্রিকেটের উন্নয়নের জন্য।
এতো আয়োজনের পরও সমালোচনার মুখে পড়েছে বিসিবি। বিপিএল শুরুর একদিন আগে কনসার্ট ছাড়া নতুন কিছু দেখছেন না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। টুর্নামেন্ট শুরুর পর যোগ হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার ইস্যু।