শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক ভারতীয়

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার (৩১ ডিসম্বর) ভারতকে মেলবোর্নে টেস্টে হারিয়ে রোমাঞ্চকর জয় পেয়েছে এবং এর পরই ঘোষণা করেছে বর্ষসেরা টেস্ট দল। তবে এই একাদশে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। বরং ভারতের দুই তারকা ক্রিকেটার জায়গা পেয়েছেন এবং তাদের মধ্যে একজনকেই অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে।

২০২৪ সালে ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল অটোমেটিক চয়েজ হিসেবে এই দলে জায়গা পেয়েছেন। তিনি ১৬টি টেস্টে ২৯ ইনিংসে ১৪৭৮ রান করেছেন, যেখানে ৩টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি ছিল। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল অপরাজিত ২১৪ রান।

এছাড়া, ভারতের পেসার জাসপ্রীত বুমরাহও বর্ষসেরা দলের সদস্য হিসেবে জায়গা পেয়েছেন। তিনি ২০২৪ সালে ৭১টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট নেয়া বোলার ছিলেন। বুমরাহকে এই দলের অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে, যদিও তিনি সারা বছরে একটি মাত্র টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন।

এছাড়া, ইংল্যান্ডের তিনটি ব্যাটার, নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস এবং অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি উইকেটকিপার হিসেবে ও জশ হ্যাজেলউড পেসার হিসেবে এই দলে জায়গা পেয়েছেন। সেরা একাদশে একমাত্র স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ রয়েছেন। পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটারের নাম এই দলে বিবেচিত হয়নি।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট দল : যশস্বী জসওয়াল, বেন ডাকেট, জো রুট, রাচীন রবিন্দ্র, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ম্যাট হেনরি, জাসপ্রীত বুমরাহ (অধিনায়ক), জশ হ্যাজেলউড ও কেশব মহারাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়