শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইএসপিএন ক্রিকইনফো বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন, কোনো অস্ট্রেলিয়ান ও ভারতীয় নেই

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা প্রকাশ করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। এই একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার তাসকিন আহমেদ। অবাক করার বিষয় সেই তালিকায় জায়গা হয়নি ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলা অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তাসকিন। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪০টি উইকেট শিকার করেছেন তিনি, যার মধ্যে ৬৩টি এসেছে এই বছরে। ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে।

তাসকিন ছাড়াও ক্রিকইনফোর একাদশে জায়গা পেয়েছেন চার শ্রীলঙ্কান, আফগানিস্তানের তিনজন, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে। যদিও আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বুমরা বর্তমানে ৭ এবং সিরাজ ৮ম স্থানে অবস্থান করছেন। এছাড়া ব্যাটিং তালিকার সেরা পাঁচে থাকা রোহিত, গিল এবং বিরাট কোহলির পারফরম্যান্স মনে ধরেনি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়