শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদিকে বাংলাদেশের মানুষ বরাবরই ভালোবাসা উজাড় করে দিয়েছে। খেলোয়াড়ি জীবনের পর ভিন্ন ভূমিকায় বাংলাদেশে এসেও পাচ্ছেন সে একই ভালোবাসা। তাইতো বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলতেও দ্বিধা করলেন না সাবেক পাকিস্তানি তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশে এসে বিপিএলেও নিয়মিত খেলেছেন আফ্রিদি। এবারের বিপিএলেও এলেন, তবে খেলোয়াড় নয় মেন্টরের ভূমিকায়। চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে কাজ করছেন।

নিজেদের প্রথম ম্যাচে অবশ্য মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হেরেছে তার দল চিটাগাং কিংস। মিরপুরের ম্যাচের ফাঁকে কথা বলেছেন ব্রডকাস্টারে।

বাংলাদেশের আতিথেয়তা ও নিজের স্বাচ্ছন্দ্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি জানান, আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি।

এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। বাংলাদেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে ও ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে অবশ্য বড় আলোচনা টাইমড আউটের ঘটনা। চট্টগ্রামের টম ও'কনওয়েলকে নিয়ম অনুসারে টাইমড আউট দেয় আম্পায়ার। তবে পরে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিরিয়ে আনেন তাকে। এই সিদ্ধান্তের জন্য মিরাজের প্রশংসা করেছেন আফ্রিদি।

তিনি বলেন, সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়