শিরোনাম
◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানি কিংবদন্তী ক্রিকেটার শহীদ আফ্রিদিকে বাংলাদেশের মানুষ বরাবরই ভালোবাসা উজাড় করে দিয়েছে। খেলোয়াড়ি জীবনের পর ভিন্ন ভূমিকায় বাংলাদেশে এসেও পাচ্ছেন সে একই ভালোবাসা। তাইতো বাংলাদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলতেও দ্বিধা করলেন না সাবেক পাকিস্তানি তারকা।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশে এসে বিপিএলেও নিয়মিত খেলেছেন আফ্রিদি। এবারের বিপিএলেও এলেন, তবে খেলোয়াড় নয় মেন্টরের ভূমিকায়। চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও মেন্টর হিসেবে কাজ করছেন।

নিজেদের প্রথম ম্যাচে অবশ্য মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হেরেছে তার দল চিটাগাং কিংস। মিরপুরের ম্যাচের ফাঁকে কথা বলেছেন ব্রডকাস্টারে।

বাংলাদেশের আতিথেয়তা ও নিজের স্বাচ্ছন্দ্যের কথা তুলে ধরতে গিয়ে তিনি জানান, আমি সব সময় বলি, বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। এটিকে সব সময়ই আমি দ্বিতীয় বাড়ি হিসেবে দেখি। কারণ এখানে আমি অনেক ক্রিকেট খেলেছি।

এখানের মানুষ ক্রিকেটের ব্যাপারে প্যাশনেট। বাংলাদেশ থেকে আমি অনেক সম্মান পেয়েছি। পাকিস্তানের হয়ে ও ভিন্ন ভিন্ন ফ্যাঞ্চাইজির বিপিএলে কয়েক আসরে আমার দারুণ স্মৃতি আছে। সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো। এখনো উপভোগ করছি।

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে অবশ্য বড় আলোচনা টাইমড আউটের ঘটনা। চট্টগ্রামের টম ও'কনওয়েলকে নিয়ম অনুসারে টাইমড আউট দেয় আম্পায়ার। তবে পরে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিরিয়ে আনেন তাকে। এই সিদ্ধান্তের জন্য মিরাজের প্রশংসা করেছেন আফ্রিদি।

তিনি বলেন, সত্যি বলতে এটি খুব ভালো সিদ্ধান্ত ছিল। নিয়মের বিচারে অবশ্যই আউট। তবে এসব ক্ষেত্রেই স্পিরিট অব ক্রিকেটের প্রয়োগ চলে আসে। তো সবমিলিয়ে ভালো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়