শিরোনাম
◈ কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ?

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসেবে ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। আগামী বছর জুনে লর্ডসে অনুষ্ঠিত শিরোপা লড়াইয়ে প্রোটিয়াদের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এখন পর্যন্ত টিকে আছে তিনটি দল। তবে এদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া।

সোমবার মেলবোর্ন টেস্টে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে বেশ এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফলে আগামী শুক্রবার সিডনিতে শুরু হতে যাওয়া সিরিজের শেষ টেস্ট জিতলেই সরাসরি লর্ডসের টিকিট পাবে প্যাট কামিন্সের দল। আর ফাইনালের দৌড় থেকে বাদ পড়বে ভারত ও শ্রীলঙ্কা। - অলআউট স্পোর্টস

এই ম্যাচ ড্র হলে লর্ডসের টিকিট পাওয়ার দৌড়ে অস্ট্রেলিয়ার সঙ্গে টিকে থাকবে কেবল শ্রীলঙ্কা। সেক্ষেত্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সব ম্যাচেই তাদেরকে জিততে হবে। এটি ছাড়া ফাইনালে খেলার আর কোনো সুযোগ থাকবে না লঙ্কানদের। এই সিরিজ থেকে একটি ম্যাচ ড্র কতে পারলেই চলবে অস্ট্রেলিয়ার।

ফলে টানা তৃতীয় আসরের ফাইনালে খেলতে হলে সিডনি টেস্ট জিততেই হবে রোহিত শর্মার দলকে। এরপর তাদেরকে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের দিকেও।

ভারত সিডনি টেস্ট জিতে গেলে শ্রীলঙ্কার আর কোনো আশা থাকবে না। তারা অস্ট্রেলিয়াকে দুই ম্যাচে হারালেও ফাইনালে যাবে ভারত। অস্ট্রেলিয়ার অন্তত ওই সিরিজ ড্র করতে হবে। সিরিজে একটি জয় পেয়ে গেলেই ফাইনালে যাবে অস্ট্রেলিয়া। জয় না পেলে দুটি ম্যাচ ড্র করতে হবে তাদের। সিরিজ হারা চলবে না। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাই আগামী ১১ জুন লর্ডসে হতে যাওয়া শিরোপা লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে অনেকটাই এগিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়