শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিচ্ছেন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি!

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৪, ০২:১০ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর রাইডার্সের কাছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস হারলো ৪০ রানে 

স্পোর্টস ডেস্ক: বিপিএল শুরুর আগেই দুই দলের মাঝেই ছিল উত্তেজনা। অ্যালেক্স হেলসকে তো একপ্রকার ছিনতাই করে ঢাকা ক্যাপিটালস থেকে নিজেদেরে দলে নিয়েছে রংপুর রাইডার্স। ম্যাচে হেলসকে আউট করে তো সামাজিক যোগাযোমাধ্যমে জ্বালাময়ী পোস্টও দিয়েছে রাজধানীর দলটি। তবে মাঠের লড়াইয়ে রংপুরের কাছে পাত্তাই পায়নি ঢাকা। তিস্তা পাড়ের দলটির দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫১ রানে থেমেছে লিটন কুমার দাস-তানজিদ হাসান তামিমরা। প্রথম ম্যাচে তাদের হারের ব্যবধান ৪০ রান। - ডেইলি ক্রিকেট

টস জিতে রংপুরকে আগে ব্যাটিংয়ে পাঠান থিসারা পেরেরা। ঢাকা অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা কম রানে সম্ভব রংপুরকে আটকে দেওয়া। সেই লক্ষ্যে ২০ রানের মধ্যেই রংপুরের দুই ওপেনারকে ফেরান রাজধানীর দলটির বোলাররা। ৭ বলে ১৪ রান করেন স্টিভেন টেইলর। আরেক ওপেনার অ্যালেক্স হেলস করেছেন ৬ বলে ৫ রান।

এরপর উইকেটে এসে জুটি গড়ার চেষ্টা করেন সাইফ হাসান ও ইফতেখার আহমেদ। দুজনেই শুরুতে ঢাকার বোলারদের দেখেশুনে খেলেছেন। এরপর সময় যত গড়িয়েছে ততই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তারা। তবে দুজনেই ফিরেছেন ফিফটি মিসের হতাশা নিয়ে। ৩৩ বলে ২টি করে বাউন্ডারি ও ছক্কায় ৪০ রান করে ফিরেছেন সাইফ। ইফতেখার করেছেন ৩৮ বলে ৪৯ রান।

৫ নম্বরে নেমে ঝড় তুলেছেন খুশদিল শাহ। ঢাকার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন নুরুল হাসান সোহান। ১১ বলে ২৫ রানের ক্যামিও খেলেছেন রাইডার্স কাপ্তান। শেষ পর্যন্ত ২৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন খুশদিল।

ঢাকার হয়ে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আলাউদ্দিন বাবু। মুকিদুল ইসলাম মুগ্ধ শিকার করেছেন ২টি উইকেট।

রান তাড়ায় ঢাকাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন ও তামিম। ওপেনিং জুটিতে ৬৫ রান যোগ করেন তারা। লিটন ও তামিম করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। তবে ঢাকাকে সবচেয়ে বড় ধাক্কাটা দেন শেখ মাহেদী হাসান। ৬৫-৭৫ এই রানের মধ্যে ঢাকার ৪ উইকেট নিয়ে রংপুরকে স্বস্তি এনে দেন তিনি। ২১ বলে ৩০ রান করা তানজিদ, ২৭ বলে ৩১ রান করা লিটনের পর হাবিবুর রহমান সোহান ও ফারমানুল্লাহকে ফেরান মাহেদী।

এরপর চেষ্টা করেছিলেন স্টিফেন স্কিনাজি ও পেরেরা। ৮ বলে ১৭ রান করে ফেরেন ঢাকার কাপ্তান। স্কিনাজি টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ২১ বলে ১৭ রান করে ঢাকার চাপ বাড়িয়েছেন তিনি। যেটা আর পরে সামাল দিতে পারেনি রাজধানীর দলটি। রংপুরের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মাহেদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়