শিরোনাম
◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ০৭:১০ বিকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে ১৮৪ রানে হারিয়ে সিরিজে ২-১ এ এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্ট জয়ের জন্য ভারতকে বেশ বড় লক্ষ্য দিয়েছিলো। দিনের শুরুতে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে জয়ের লক্ষ্যে এগুচ্ছিল তারা। তবে ভারতীয় ব্যাটার যশস্বী জয়সোয়াল ও রিশাভ পান্তের প্রতিরোধে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল ভারত। কিন্তু চা বিরতির পর এই জুটি ভাঙতেই ধসে পড়লো পুরো ব্যাটিং-অর্ডার। ১৮৪ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।

সোমবার (৩০ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের শেষ দিন ভারতকে ৩৪০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে চতুর্থ উইকেটে জয়সোয়াল ও পান্তের ১৯৭ বলে ৮৮ রানের জুটিতে ড্রয়ের দিকে আগাতে থাকে ভারত। কিন্তু এই জুটি ভাঙতেই শেষ হয় সব প্রতিরোধ। ২০ ওভার ৩ বলের ভেতর ৩৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে রোহিত শর্মার দল গুটিয়ে যায় ১৫৫ রানে।

এর আগে দিনের দ্বিতীয় ওভারে নিজেদের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৩৪ রানে। ন্যাথান লায়নকে (৪১) ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। ম্যাচে ভারতীয় এই পেসারের শিকার ৯ উইকেট।

রান তাড়ায় ম্যাচ বেশ সাবধানী শুরু করেন জয়সোয়াল ও রোহিত। প্রথম ১৬ ওভারে এই জুটি যোগ করে ২৫ রান। কিন্তু ১৭তম ওভারে জোড়া আঘাত হেনে সেই প্রতিরোধ ভেঙে দেন কামিন্স। প্রথম বলে তুলে নেন ৪০ বলে ৯ রান করা রোহিতকে। আর ওভারের শেষ বলে ফেরান সিরিজে দারুণ ছন্দে থাকা লোকেশ রাহুলকে (০)।

এদিন আবারও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন বিরাট কোহলি (৫)।  মিচেল স্টার্কের ডেলিভারিতে কাভার ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে থাকা উসমান খাজার হাতে ক্যাচ দেন এই তারকা ব্যাটার।

৮ রানের ভেতর ৩ উইকেট হারানোর পর পান্তকে নিয়ে দলের হাল ধরেন জয়সোয়াল। মধ্যাহ্ন ভোজের বিরতির পর অজি বোলারদের সামলে তুলে নেন ম্যাচে নিজের দ্বিতীয় ফিফটি। অপর প্রান্তে নিজের স্বভাববিরোধী মেজাজে খেলতে থাকেন পান্ত। দ্বিতীয় সেশনের ২৭ ওভার ৫ বলে কোনো উইকেট না হারিয়ে এই দুই ব্যাটার যোগ করেন ৭৯ রান।

তবে বিরতির পর আর ধৈর্য্য ধরে রাখতে পারেননি পান্ত। শেষ সেশনের পঞ্চম ওভারে ট্র্যাভিস হেডের বলে উড়িয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে লং অনে মিচেল মার্শের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। তার ১০৪ বলে ৩০ ইনিংসের পর ভেঙে পড়ে ভারতের পুরো ব্যাটিং-অর্ডার। দ্রুতই সাজঘরে ফেরেন রবীন্দ্র জাদেজা এবং প্রথম ইনিংসে শতক হাঁকানো নিতিশি কুমার রেড্ডি।

২০৮ বলে ৮৪ রান করা জয়সোয়ালকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোটাই নিজেদের দিকে নিয়ে আসেন কামিন্স। ডানহাতি এই পেসারের করা শর্ট বলে পুল করার চেষ্টায় উইকেটকিপারের হাতে ক্যাচ দেন জয়সোয়াল। প্রথমে আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন অজি অধিনায়ক। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও গ্লাভসের কাছ দিয়ে যাওয়ার সময় বলের গতিপথ পরিবর্তন হয়। তবে স্নিকো মিটারে কেনো স্পর্শ ধরা পড়েনি। এভাবে কয়েকবার রিপ্লে দেখার পর বলের গতিপথ পরিবর্তন হওয়া নিয়ে নিশ্চিত থাকায় থার্ড আম্পায়ারের দায়িত্বে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জয়সোয়ালকে আউট ঘোষণা করেন।

পরের ব্যাটাররা আর কোনো প্রতিরোধ গড়তে না পারলে ৭৯ ওভার ১ বলে শেষ হয় সফরকারীদের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে বল হাতে ৬ উইকেট এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে মোট ৯০ রান করে ম্যাচ সেরা অজি অধিনায়ক কামিন্স। আগামী শুক্রবার সিডনিতে শুরু হবে দু’দলের সিরিজের শেষ টেস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়