শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে বাংলাদেশিরাই তারকা: শাহিন শাহ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটা সময় খেলে গেছেন এবি ডি ভিলিয়ার্স, শহীদ আফ্রিদি, সানাথ জয়াসুরিয়া, লাসিথ মালিঙ্গা, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনীল নারিন, স্টিভ স্মিথ, নিকোলাস পুরান, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইলের মতো বিশ্ব ক্রিকেটের বড় সব তারকারা। তবে কয়েক বছরের ব্যবধানে প্রায় তারকা শূন্য হয়ে পড়েছে বাংলাদেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

আজ ৩০ ডিসেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর। এবারের আসরের সবচেয়ে বড় তারকা ছিলেন অ্যালেক্স হেলস, দাভিদ মালান, কাইল মেয়ার্স, খান জাহানদাদ, জনসন চার্লস, মইন আলীর মতো ক্রিকেটাররা। সেখান থেকেও বিপিএলে খেলতে আসবেন না মইন। এমন অবস্থায় তারকা শূন্য বিপিএলের আলোর রশ্মি হয়ে ধরা দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। দিন কয়েক আগে পাকিস্তানের তারকা পেসারের সঙ্গে চুক্তি করেছে ফরচুন বরিশাল। 

সাম্প্রতিক সময়ের বিবেচনায় বিপিএলের সবচেয়ে বড় তারকা শাহীন আফ্রিদিই। যদিও পাকিস্তানের এই পেসার নিজেকেই সবচেয়ে বড় তারকা মানতে নারাজ। তার মতে, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররাই বিপিএলে সবচেয়ে বড় তারকা। একজন সাধারণ ক্রিকেটার হিসেবে বরিশালের হয়ে পারফর্ম করে দলকে জেতাতে চান তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শাহীন আফ্রিদি বলেন, ‘সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। এখানে বাংলাদেশি ক্রিকেটাররাই তারকা। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। দলের জন্য পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।

বিপিএলের এবারের আসরেও বরিশালের অধিনায়কত্ব করবেন শাহীন আফ্রিদি। এ ছাড়া জাতীয় দলে থাকা কিংবা খেলা নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাইজুল ইসলাম, ইবাদত হোসেনের মতো ক্রিকেটাররা। যাদের প্রায় সবার সঙ্গেই খেলার অভিজ্ঞতা আছে পাকিস্তানের এই পেসারের। তাদের সঙ্গে ভালো সম্পর্কও আছে বলে জানান তিনি।

শাহীন আফ্রিদি বলেন, আমরা একসঙ্গে আগেও খেলেছি। বাংলাদেশের ক্রিকেটাররা সবাই ভালো। আমি যেহেতু আগেও এখানে খেলেছি এখানকার উইকেট ও ক্রিকেটারদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। এখানে আমি আগে ভালো খেলেছি।

বিপিএলের মান নিয়ে তিনি আরও বলেন, বিপিএল আমি অনেকবারই টিভিতে দেখেছি। এটা যথেষ্ট ভালো লিগ। এখানে খেলাটা আমাদের জন্য অভিজ্ঞতার। আমি এই প্রথমবার আসলাম, আগে থেকেই পাকিস্তানীরা এখানে খেলেছে। তো এই অভিজ্ঞতাগুলো পাকিস্তানের হয়ে যখন আমরা এখানে খেলবো তখন কাজে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়