নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একের পর এক চমক দিয়ে যাচ্ছে। এবার টুর্নামেন্ট শুরুর একদিন আগে বড় চমক দিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে ঢাকা। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
এর আগেও একবার বিপিএলে খেলেছিলেন রয়। ২০২০ সালে সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন ইংলিশ এ ওপেনার। এরপর আর বিপিএলে রয়কে দেখা যায়নি। তবে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ এ ক্রিকেটার।
জনসন চার্লস, থিসারা পেরেরা, স্টিফেন স্কিনাজির মতো তারকারা ঢাকার হয়ে এবারের বিপিএল মাতাবেন। তাদের সাথে রয় যোগ হওয়ায় নিশ্চিত করেই শাকিব খানের মালিকানাধীন দলটির শক্তি বাড়বে।
এর আগে আরেক ইংলিশ টপ অর্ডার ব্যাটার অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছিল ঢাকা। কিন্তু রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটিকে ফাঁকি দিয়ে পুরনো দল রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন ডানহাতি এ ব্যাটার। তবে হেলসকে না পেলেও জাতীয় দলে তার ওপেনিং সঙ্গী রয়কে দলে ভিড়িয়েছে ঢাকা।
বিপিএলের প্রথম দিনেই মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাস-মুস্তাফিজুর রহমানরা।