শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তানের বিরুদ্ধে কষ্টের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : একটি জয় দরকার ছিলো দক্ষিণ আফ্রিকার। সেটি পেয়ে গেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৪৮ রানের লক্ষ্য পেয়ে জয়ের জন্য লড়ছিলো তারা। কিন্তু মোহাম্মদ আব্বাসের পেস তোপে এক সময় সেটিই কঠিন মনে হচ্ছিল স্বাগতিকদের। তবে মার্কো ইয়েনসেন ও কাগিসো রাবাদার দায়িত্বশীল জুটিতে ২ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। - অলআউট স্পোর্টস

রোববার (২৯ ডিসেম্বর) সেঞ্চুরিয়ানে টেস্টের চতুর্থ দিন আব্বাসের পেস তোপে ৯৯ রানের ভেতর ৮ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে পাল্টা আক্রমণে অষ্টম উইকেটে ইয়েনসেন ও রাবাদার ৫০ বলে ৫১ রানের অবিচ্ছিন জুটিতে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এরই সঙ্গে আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেল টেম্বা বাভুমার দল।

ছোট লক্ষ্য তাড়ায় আগের দিন পাকিস্তান পেসারদের দাপটে ২৭ রানে ৩ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। চতুর্থ দিন সকালে এইডেন মারক্রাম ও অধিনায়ক বাভুমার জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তারা। তবে আব্বাসের বলে মারক্রাম (৩৭) বোল্ড হলে ভাঙে চতুর্থ উইকেটে ৪৩ রানের জুটিটি। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল দক্ষিণ আফ্রিকার কাছেই। কিন্তু আব্বাসের বলে ৪০ রান করা বাভুমা সাজঘরে ফিরতেই যেন ভেঙে পড়ে ব্যাটিং-অর্ডার।

১১ বলের মধ্যে ৩ রান যোগ করতেই ৪ হারিয়ে দারুণ ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে বসে স্বাগতিকরা। সেখান থেকে পাল্টা আক্রমণে দলকে টেনে তুলে মধ্যাহ্ন ভোজের বিরতিতে নিয়ে যান ইয়েনসেন-রাবাদা জুটি। বিরতির পর পঞ্চম ওভারের তৃতীয় বলে চার মেরে দলকে জেতান ইয়েনসেন।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ২১১ রানের জবাবে ৩০১ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল পাকিস্তান। কিন্তু ইয়েনসেনের পেস তোপে ২৩৭ রানের বেশি করতে পারেনি তারা। আগামী শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কেপটাউনে মুখোমুখি হবে দু’দল।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়