শিরোনাম
◈ কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে রংপুর এবার শিরোপা জয়ের ক্ষমতা রাখে: কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালে একবারই বিপিএলের শিরোপা জিতেছিলো  রংপুর রাইডার্স। এরপর শক্তিশালী দল গড়েও শিরোপার দেখা পয়নি। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ মিকি আর্থারও দলের সাথে যোগ দিয়ে সেই স্বপ্ন আরও প্রগাঢ় করছেন। 

বিপিএলের হাই প্রোফাইল কোচদের একজন মিকি আর্থার। তার উপর রংপুর রাইডার্সের আশাও অনেক। শেখ মেহেদী, নাহিদ রানা, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো দেশিদের সাথে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, স্টিভেন টেইলরদের মতো বিদেশি আছে তার স্কোয়াডে।

নিজেদের দিনে তার শিষ্যরা জ্বলে উঠলে রংপুরকে হারানো কঠিন বলছেন মিকি আর্থার। শনিবার (২৮ ডিসেম্বর) অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন রংপুর কোচ। সেখানেই তিনি বলেন, আমি খেলোয়াড়দের চিনি। তাদের যথেষ্ট মেধাবী। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন হবে। তবে সবার আগে শেষ চারে জায়গা করে নিতে হবে।

অন্য সবার মতো, আমরাও এখানে শিরোপা জিততে এসেছি। তবে এটা বুঝতে পারছি, এখানে অন্যান্য দলও ভালো। অবশ্যই আমরা গ্লোবাল সুপার লিগের ছন্দ এখানেও ধরে রাখতে চাই। আমরা কিছুদিন সময় পেয়েছি। সবাই জানে তাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। এই কদিন একসঙ্গে থাকায় আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারি।
বাংলাদেশে উপভোগ করছেন জানিয়ে এই দক্ষিণ আফ্রিকান যোগ করেন, আমি বাংলাদেশ উপভোগ করি। দারুণ একটা প্রতিযোগিতা। এখানকার ক্রিকেটারদের মান অনেক বেড়েছে, দিনকে দিন আরও ভালো হচ্ছে। বিপিএল দারুণ এক প্রতিযোগিতা।

২০১৫ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের সাথে কাজ করেছেন মিকি আর্থার। এরপর আর কাজ না করলেও নিয়মিত বিপিএলের খোঁজ খবর রাখতেন। 

সেসব জানাতে গিয়ে রংপুর হেড কোচ বলেন, 'অবশ্যই আমি বিপিএলের খোঁজখবর রেখেছি। আমি ২০১৫ সালে কোচিংও করিয়েছি ঢাকা ডায়নামাইটসকে। অনেক দিন হয়ে গেছে যদিও। আমি বিপিএল দেখি। যত দ্রুত সম্ভব কন্ডিশন মানিয়ে নিতে হবে। উইকেট স্লো ও লো হয়, টুর্নামেন্ট যত গভীরে যায়। এই কন্ডিশন মানিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। সূত্র, ডেইলি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়