স্পোর্টস ডেস্ক: লাল-সবুজের দেশে জম্ম নিলেও জীবনের বেশি সময় বিদেশে কাটছে বাংলাদেশের তাহমিদ ইসলামের। বাঁক বদলের গুল্পে তিনি অস্ট্রেলিয়ার ডানহাতি ওপেনার স্যান কনস্টাসের কোচ। ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে অভিষেকেই আলো কাড়লেন ১৯ বছরের তরুণ। ধারাভাষ্য কক্ষে তার ব্যাপারে জানাতে গিয়ে ধারাভাষ্যকার তুলে ধরলেন বাংলাদেশের কোচ তাহমিদের কথা।
মূলত তার ছোট বেলার কোচ তাহমিদ। কিন্তু সেটা কীভাবে? সম্প্রতি বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপে তা খোলাসা করেছেন তাহমিদ নিজেই। - ডেইলি ক্রিকেট
তিনি বলেন, ৫-৬ বছর আগের কথা। সিডনির একটি প্রাইভেট স্কুলের কোচ হিসেবে কাজ করছি। সেখানে বৃত্তি নিয়ে আসে কনস্টাস। ওর বয়স তখন ১৪। তখন ওর বাবা আমাকে কাজের প্রস্তাব দেয়।
তাহমিদ অস্ট্রেলিয়াতে আছেন দীর্ঘদিন, ক্রিকেটে খেলেছেন সেখানেই। ইংল্যান্ডেও ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে তার। এখন পেশা বদলে হয়েছেন কোচ। অস্ট্রেলিয়াতেই স্থায়ী ঠিকানা। মাঝে অবশ্য বাংলাদেশে এসেছিলেন, খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে।
নিজের ক্রিকেট ক্যারিয়ারে উল্লেখযোগ্য কোনো কিছু না হলেও বর্তমান পরিচয় নিশ্চয়ই গর্বিত করবে তাহমিদকে। তিনি যে এখন অজি ওপেনার স্যাম কনস্টাসের কোচ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
অভিষেকে ৬০ রানের ইনিংস খেললেও বেশ আলোচিত কনস্টাস। রান নয় তার ব্যাতিং ধরণের কারণেই এমনটা হচ্ছে। জাসপ্রীত বুমরাহর মতো বোলারকে রিভার্স স্কুপে বাউন্ডারি হাঁকান এই ১৯ বছর বয়সী ব্যাটার।
এই আত্মবিশ্বাস কীভাবে এলো কনস্টাসের? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বাংলাদেশের তাহমিদ। তিনি বলেন, 'ছোটবেলা থেকেই ও আত্মবিশ্বাসী। বক্সিং ডে টেস্টের আগে সে জানতে চেয়েছিল, সেঞ্চুরি করলে কেমন উদ্যাপন দেখতে চাও...।