শিরোনাম
◈ কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:২১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিটাগং কিংসও বিপিএল শিরোপার অন্যতম দাবিদার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর)। বিপিএল শুরুর আসর থেকেই খেলছে বন্দর নগরীর দল চিটাগং। ২০১২ সালে চিটাগং কিংস নামে খেলা দলটি বেশ কিছু নামী-দামি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে ক্রিকেট পাড়ায় আলোড়ন তুলেছিল। 

দেশি তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা তো ছিলেনই বিদেশিদের মধ্যে লিন্ডল সিমন্স, জেসন রয়, শোয়েব মালিক, নাসির জামশেদ ও ওয়াহাব রিয়াজদের মতো তারকাকে দলে ভিড়িয়েছিল চিটাগং কিংস। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন নামে খেলেছে দলটি। তবে কাঙ্খিত সেই শিরোপার দেখা পায়নি চট্টগ্রাম। - ডেইলি ক্রিকেট

২০২৪ বিপিএলে আবারও ফিরেছে চিটাগং কিংস। আর বিপিএলে ফিরেই সাড়া ফেলে দিয়েছে দলটি। ডিরেক্ট সাইনিংয়ে সাকিব আল হাসান ও শরীফুল ইসলামদের মতো তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়ে। এরপর মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, উসমান খান ও বিনুরা ফার্নান্দোর মতো তারকা ক্রিকেটারকে দলে নিয়েছে বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটি।

শক্তিমত্তা: চিটাগং কিংসের সবচেয়ে শক্তির জায়গা তাদের ব্যাটিং। মঈন, সাকিব, হায়দার, ম্যাথিউস, মিঠুন ও শামীমরা নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। সেই সাথে চিটাগংয়ের বোলিং আক্রমণও বেশ শক্তিশালী। দেশি শরীফুল ইসলাম-মারুফ মৃধারা তো আছেনই, সেইসাথে বিদেশি মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো টি-টোয়েন্টিতে পরীক্ষিত পারফর্মার।

চিটাগং কিংস স্কোয়াড -
দেশি: সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ ও মার্শাল আইয়ুব।
বিদেশি: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল, মঈন আলী, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়