শিরোনাম
◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ ◈ টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩ ◈ বার্নলির কা‌ছে হে‌রে  প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো হামজার শে‌ফিল্ড ইউনাই‌টেড ◈ অস্থির সময়ে স্বর্ণে বিনিয়োগ কর‌ছে কারা, ক‌তোটা বুদ্ধিমানের কাজ? ◈ দুই ক্রিকেট ধারাভষ্যাকার আইপিএলে নিষিদ্ধ হচ্ছেন! ◈ আই‌পিএল, গুজরাটের কাছে পাত্তাই পেলো না কলকাতা নাইটরাইডার্স ◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১১:১১ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় নেমেই বাংলাদেশি পেসারদের প্রশংসায় ফরচুন বরিশালের শাহিন আফ্রিদি

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের তুখোড় পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকায় এসেছেন। ফরচুন বরিশালের হয়ে খেলবেন তিনি। শনিবার (২৮ ডিসেম্বর) দলটির সাথে অনুশীলনও সেরেছেন আফ্রিদি। প্রথমবারের মতো বিপিএল খেলতে এসে বাংলাদেশি পেসারদের বেশ প্রশংসা করলেন এই পেসার। 

কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। সেই দলের অন্যতম পারফর্মার ছিলেন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। হাসান মাহমুদও দেখিয়েছেন মুনশিয়ানা। তাই খুব কাছে থেকেই বাংলাদেশি পেসারদের দেখেছেন আফ্রিদি।

মিরপুরে শনিবার অনুশীলন শেষে শাহিন বলেন, বাংলাদেশে এখন দারুণ বোলিং ইউনিট। তাসকিন লিডিং বোলার। তরুণ রানা অনেক ভালো করছে, উচ্চতা অনেক, গতিও বেশি। ভবিষ্যতে আরও অনেকেই উঠে আসবে, লাল বলের (টেস্ট) ক্রিকেটও খেলবে তারা। লাল বলের ক্রিকেট যত খেলবেন তত উন্নতি করবেন।

বিপিএল খেলতে বিদেশি ক্রিকেটাররা আসলেও বাংলাদেশিরাই এখানে বড় তারকা বলে মন্তব্য করেন শাহিন আফ্রিদি, সত্যি বলতে আমি সবচেয়ে বড় তারকা নই। অনেক বাংলাদেশি খেলোয়াড় আছে তারাই এখানে বড় তারকা। তামিম (ইকবাল) আছে, গোটা জাতীয় দলই আছে বরিশালে। আমি দলের সাধারণ একজন খেলোয়াড়। পারফর্ম করে দলকে জেতানোই আমার লক্ষ্য।

প্রথমবারের মতো বিপিএল খেলতে এসেছেন শাহিন। কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্টে খেলতে এসেছেন সেটাও জানিয়েছেন পাকিস্তানি এ পেসার।

শাহিন বলেন, বাংলাদেশ লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি রোমাঞ্চিত। আপাতত সামনে তাকিয়ে। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়