স্পোর্টস ডেস্ক : ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ইজাজ আহমেদ। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় ব্যস্ত সময় পার করছেন। এবার বিপিএলে আসছেন দুর্বার রাজশাহীর কোচ হয়ে। দলটির অধিনায়ক আকবর আলি বলছেন তার কাছ থেকে যতটুকু সম্ভব শিখতে চান।
৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের আসর। তার আগে চলছে দলগুলোর অনুশীলন। শুক্রবার (২৭ ডিসেম্বর) মিরপুরে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন রাজশাহী সম্ভাব্য অধিনায়ক আকবর। সেখানেই পাকিস্তানি সাবেক তারকা ইজাজের প্রসঙ্গ আসে। ৩০০ এর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা দুর্বার রাজশাহী কোচের। রান করেছেন প্রায় ১০ হাজার।
এমন একজনের কাছ থেকে অল্প সময়ে সম্ভাব্য সেরাটা নিতে আগ্রহী আকবর বলেন, বিপিএল অবশ্যই ব্যস্ত একটা টুর্নামেন্ট। এখানে অনুশীলন করার খুব কম সময় পাওয়া যায়।
যে অল্প সময়টাই পাব, ওটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। তার যে অভিজ্ঞতা, টেকনিক ছিল... চমৎকার একজন ক্রিকেটার ছিলেন। এগুলো নেওয়ার চেষ্টা করব। তিনি যে পরামর্শগুলো দেবেন, নিজের মধ্যে আনার চেষ্টা করবো। ইজাজ কোচ হিসেবে সমৃদ্ধ ক্যারিয়ার গড়ছেন। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের পাশাপাশি কাজ করার অভিজ্ঞতা আছে পাকিস্তানি সাবেক তারকা ব্যাটারের।