শিরোনাম
◈ নতুন রোহিঙ্গাদের চাপ নিতে পারছে না পুরাতন রোহিঙ্গারা ◈ প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে: তাজুল ইসলাম (ভিডিও) ◈ পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে : সারজিস ◈ সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনা নিহত ◈ আগামী ৩০ বছরে মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই : এআই গডফাদার হিন্টন ◈ দুপক্ষের সংঘর্ষ:  ইউপি সদস্য ও তার ছেলেসহ তিনজন নিহত, এলাকা পুরুষশূন্য! ◈ দলের চাঁদাবাজির জন্য একটি দল যদিও বহিষ্কার করেছে, তবে তা যথেষ্ট নয়: উপদেষ্টা সাখাওয়াত (ভিডিও) ◈ কোন পুলিশ সদস্য অপরাধে জড়িত হয় তাদেরকেও ছাড় দেওয়া হবে না: ডিএমপি  ◈ কেউ পদ–পদবি দখলে কেউ নিজস্ব লোক পুনর্বাসনে ব্যস্ত, খুনিদের বিচারে গুরুত্ব নেই: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ সচিবালয়ে আগুনের ঘটনায় কারা জড়িত? নানা মন্তব্য

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:১২ বিকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালান্ডের পেনাল্টি মিসে জয় পেলো না ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: এদিন জয়ের ভাগ্যই ছিলো না ম্যানচেস্টার সিটির। হাত থেকে জয় ফসকে যাওয়ায় যার পরনাই হতাশ ম্যানসিটির সমর্থকরা। মনে হচ্ছে যেন জিততেই ভুলে গেছে ম্যানচেস্টার সিটি। দলের এমন বিপর্যস্ত সময়ে আর্লিং হালান্ডও পুরোদমে ব্যর্থ। একের পর এক গোল করা এই নরওয়েজিয়ান তারকা এবার পেনাল্টি মিস করে সিটিকে আরও একটি ম্যাচে জয়বঞ্চিত করেছেন। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে এভারটনের সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। এই ড্র তাদের চ্যাম্পিয়নস লিগে খেলা আরও কঠিন করে তুলেছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সবসময়ের মতোই ম্যাচে আধিপত্য ধরে রেখে খেলে সিটি। তবে তাদের ভাগ্য যেন পুরোপুরি বিপক্ষে। বল দখলে এগিয়ে থাকলেও সা¤প্রতিক ম্যাচগুলোতে শট নেয়ার ক্ষেত্রে তাদের নিয়ে প্রশ্ন উঠেছে। আজকের ম্যাচে সিটি ২৪ শট নিয়েও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র ৫টি। অন্যদিকে, এভারটন ৮ শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৩টি।

তবে ঘরের মাঠে ম্যাচের শুরুতে ১৪ মিনিটেই বার্নার্দো সিলভা গোল করে সিটিকে এগিয়ে দেন। জেরেমি ডোকুর পাস থেকে পাওয়া বলে সিলভা শট নিলে তা এভারটনের এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে ঢোকে। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সিটি। ৩৬ মিনিটে এভারটনের ফরোয়ার্ড ইলিমান ইনদিয়ায়ের গোলে সমতায় ফেরে এভারটন। সিটির রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে সেনেগালের এই ফরোয়ার্ড কোনাকুনি শটে গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে সিটি একটি সোনালি সুযোগ পায়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যাভিনিয়োকে বক্সে ফাউল করায় পেনাল্টি দেয়া হয়। পেনাল্টি শট নিতে আসেন আর্লিং হালান্ড। তবে তার দুর্বল শট রুখে দেন এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পরবর্তীতে হালান্ড একটি হেডের মাধ্যমে গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
এই ড্রয়ের পর সর্বশেষ ১৩ ম্যাচে ম্যানসিটির জয় মাত্র একটি। বাকি ৯ ম্যাচে হার এবং ৩টিতে ড্র করেছে তারা।

প্রিমিয়ার লিগের টেবিলে তাদের ক্রমাবনতি চলছেই। টানা চারবারের চ্যাম্পিয়ন গার্দিওলার দল বর্তমানে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে। লিভারপুল ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং চেলসি ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ম্যানসিটির এমন ধীরগতি ও হালান্ডের অফফর্ম তাদের সামনের ম্যাচগুলোতে আরও চাপের মুখে ফেলবে। ভক্তরা আশা করছে, দলটি দ্রæত ঘুরে দাঁড়াবে এবং তাদের পুরোনো ফর্মে ফিরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়