শিরোনাম
◈ সাংবাদিকদের অব্যাহতি প্রসঙ্গে সময় টিভির নিজস্ব বক্তব্য ◈ সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতে বন্দি ছিলেন সুখরঞ্জন বালি ◈ ফেনী শহরে ১৫টি কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে আসামির মুক্তি ◈ আমাদের আর বসে থাকার সুযোগ নেই, আসুন প্রতিবাদ করি প্রতিরোধ করি : নানক (ভিডিও) ◈ এক যুগ পর দেশে ফিরছেন কায়কোবাদ, ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি ◈ সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সবার ‘প্রবেশ পাস’ বাতিল ◈ মনমোহন সিং পাকিস্তানে নিজের গ্রামে কেন আর ফিরে যাননি ◈ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহি হবে প্রাথমিক ভিত্তি: আলী রীয়াজ ◈ অভিযোগের বিষয়ে ‘এএফপি ও বিবিসি’ কে চ্যালেঞ্জ ছুড়েছেন হাসনাত আব্দুল্লাহ, যেসব দাবি জানান ◈ যে ২৫ এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিবি, অধিনায়ক সুমাইয়া

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সুমাইয়া আক্তারের কাঁধে। তার নেতৃত্বেই সম্প্রতি এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। 

বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে এশিয়া কাপে খেলা দল থেকে বাদ পড়েছেন ২ জন। তারা হলেন- মাহারুন নেসা ও আরভিন তানি। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।

২০২৫ সালে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। ১৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৮ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের বিপক্ষে। দু’দিন পর ২০ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। যেটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।

আসরের সবগুলো সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাঙ্গির ইউকেএম–ওয়াইএসডি ক্রিকেট ওভালে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে উত্তীর্ণ হবে। সুপার সিক্সে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই দুটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে।

প্রসঙ্গত, গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারা ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করেছিল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়