শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিবি, অধিনায়ক সুমাইয়া

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে সুমাইয়া আক্তারের কাঁধে। তার নেতৃত্বেই সম্প্রতি এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। 

বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে এশিয়া কাপে খেলা দল থেকে বাদ পড়েছেন ২ জন। তারা হলেন- মাহারুন নেসা ও আরভিন তানি। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।

২০২৫ সালে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। ১৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১৮ জানুয়ারি বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের বিপক্ষে। দু’দিন পর ২০ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। যেটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি।

আসরের সবগুলো সব ম্যাচ অনুষ্ঠিত হবে বাঙ্গির ইউকেএম–ওয়াইএসডি ক্রিকেট ওভালে। এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দল সুপার সিক্স পর্বে উত্তীর্ণ হবে। সুপার সিক্সে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সেই দুটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে পৌঁছাবে।

প্রসঙ্গত, গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম অনূর্ধ্ব-১৯ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারা ফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করেছিল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়