শিরোনাম
◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ ◈ দিনদুপুরে রাউজানে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা ◈ দোহায় ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গল্প  শোনালেন প্রধান উপদেষ্টা 

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএলে এবার খুলনা টাইগার্স কী দেখাতে পারবে খেল?

স্পোর্টস ডেস্ক: আগামী সোমবার (৩০ ডিসেম্বর পর্দা উঠবে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চলতি মাসের ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এ আসর। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএলে অংশগ্রহণকারী সাত দলের শক্তিমত্তা, দূর্বলতা ও সম্ভাবনা নিয়ে ‘ডেইলি ক্রিকেট’ এর অ্যানালাইসিসে ৬ষ্ট দিন থাকছে খুলনা টাইগার্সের আদ্যোপন্ত।

বিপিএলের প্রথম আসর থেকেই খেলছে খুলনার ফ্র্যাঞ্চাইজি। ২০১২ সালে খুলনা রয়েল বেঙ্গলস নামে খেলা দলটিকে মাঝে কয়েক আসরে দেখা যায়নি। পরে নাম পরিবর্তন করে আবারও বিপিএলে ফেরা। দুই আসরে খুলনা টাইটান্স নামে খেলে তারা। এরপর নতুন মালিকানার পাশাপাশি নামেও আসে পরিবর্তন। ২০১৯ সালে খুলনা টাইটান্স থেকে খুলনা টাইগার্স নামে বিপিএলে অংশ গ্রহণ করে। নাম পরিবর্তন করেও খুলনার ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। বিপিএলের ট্রফিটি এখনও উঁচিয়ে ধরা হয়নি তাদের। - ডেইলি ক্রিকেট

তবে এবার অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে দারুণ দল গঠন করেছেন খুলনা টাইগার্স। দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন বিপিএলের পরীক্ষিত পারফর্মার। দেশি-বিদেশি মিলিয়ে ব্যালেন্স দল খুলনা।

শক্তিমত্ত্বাঃ টি-টোয়েন্টিতে অনেক সময় বলা হয় অলরাউন্ডারদের খেলা। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের সবচেয়ে বড় শক্তির জায়গা মেহেদী হাসান মিরাজ, মাহফুজুর রহমান রাব্বি, জিয়াউর রহমান ও মোহাম্মদ নেওয়াজের মতো ক্রিকেটারের অর্ন্তভুক্তি। এছাড়াও দলের প্রয়োজনে হাত ঘোরানোর জন্য প্রস্তুত থাকবেন আফিফ হোসেন। শুধু তাই নয়, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, ইমরুল কায়েস, হাসান মাহমুদের মতো ক্রিকেটাররা বিপিএলের নিয়মিত পারফর্মার। সেই সাথে বিদেশি ওশানে থমাস, লুইস গ্রেগরি ও মোহাম্মদ হাসনাইনের মতো ক্রিকেটার থাকায় খুলনাকে শিরোপার লড়াইয়ে রাখতেই হচ্ছে।

দুর্বলতাঃ ব্যাটিংয়ে দেশিদের মধ্যে বড় নাম নেই বললেই চলে। স্কোয়াডে থাকা আফিফ, মিরাজ, ইমরুল, নাঈমরা টুর্নামেন্টজুড়ে কতটা ধারাবাহিক থাকে সেটা বড় চিন্তার বিষয়। এছাড়াও ফিনিশিংয়ে নেওয়াজ ছাড়া ভরসা রাখার মতো কেউ নেই। তরুণ রাব্বি চাপ নিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। যদিও সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ফিনিশার হিসেবে ভালো করেছেন রাব্বি।

সম্ভাবণাঃ মিরাজ,হাসান, কায়েসের সাথে বিদেশি নেওয়াজ, হাসনাইনরা যদি পারফর্ম করতে পারেন তাহলে বিপিএল কোয়ালিফায়ার খেলার সম্ভাবণা রয়েছে খুলনা টাইগার্সের।

খুলনা টাইগার্সর স্কোয়াডঃ দেশি: মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান ও মাহমুদুল হাসান।
বিদেশি: ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ, ইব্রাহিম জাদরান ও দারউইস রাসুলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়