শিরোনাম
◈ সাংবাদিকদের অব্যাহতি প্রসঙ্গে সময় টিভির নিজস্ব বক্তব্য ◈ সাঈদীর পক্ষে সাক্ষী হওয়ায় ভারতে বন্দি ছিলেন সুখরঞ্জন বালি ◈ ফেনী শহরে ১৫টি কুকুরকে ৩ মাস খাওয়ানোর শর্তে আসামির মুক্তি ◈ আমাদের আর বসে থাকার সুযোগ নেই, আসুন প্রতিবাদ করি প্রতিরোধ করি : নানক (ভিডিও) ◈ এক যুগ পর দেশে ফিরছেন কায়কোবাদ, ঢাকায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি ◈ সচিবালয়ে সাংবাদিকসহ বেসরকারি সবার ‘প্রবেশ পাস’ বাতিল ◈ মনমোহন সিং পাকিস্তানে নিজের গ্রামে কেন আর ফিরে যাননি ◈ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা দরকার, যেখানে জবাবদিহি হবে প্রাথমিক ভিত্তি: আলী রীয়াজ ◈ অভিযোগের বিষয়ে ‘এএফপি ও বিবিসি’ কে চ্যালেঞ্জ ছুড়েছেন হাসনাত আব্দুল্লাহ, যেসব দাবি জানান ◈ যে ২৫ এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নাহিদ রানার যত্ন নিলে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ কিছু হবে: শন টেইট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের তুখোড় পেসার নাহিদ রানা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই আলোচনায়। শুধু গতি নয়, দেশের জার্সিতে পারফম্যান্সও করছেন তরুণ এ পেসার দারুণ। যার ফলে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা নাহিদ রানার প্রশংসা করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট।

বিপিএলে চিটাগং কিংসের হেড কোচ হয়ে আসা অজি এ পেসার মনে করেন নাহিদ রানার মতো পেসার পাওয়া খুব সহজ ব্যাপার না। সেই সাথে টাইগার পেসারের যতœ নিতেও বললেন টেইট। - ডেইলি ক্রিকেট

অজি সাবেক এ পেসার বলেন, ‘আমারও তাই মনে হয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় আমি তাকে টেলিভিশনে প্রথমবার ভালোভাবে বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে এর আগে আমি তার সম্পর্কে খুব বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি, অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।

টেইট আরও বলেন, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশে কখনই পেস বোলিংয়ে এমন ডেপথ ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা এমন একজনকে পাওয়াটা সহজ ব্যাপার না। আমার মনে হয় খুব ভালোভাবে তার যতœ নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।

পেসারদের অন্যতম শত্রুর নাম হচ্ছে ইনজুরি। অনেক প্রতিভাবান পেসার চোটের কারণে ক্যারিয়ারে ভালো করতে পারেন না। নাহিদ রানা যাতে ইনজুরির কবলে পড়ে হারিয়ে না যায় সেজন্য বিসিবির প্রতি পরামর্শও দিয়েছেন টেইট।
তিনি বলেন, নাহিদের আশেপাশে যারা কাজ করে এটা পুরোপুরি তাদের উপর। তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয় তাকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ক্রিকেটে কখনও কখনও যদি অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ক্রিকেটার নিজের সম্পর্কে ধারণা পাবে, নিজের শরীর সম্পর্কেও জানবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক গাইডেন্সে সে ভালো করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়