স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নাম লেখালেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটে। একটি ভিডিও পোস্ট করে টাইগার অলরাউন্ডারের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে বেড়াচ্ছেন টাইগার এ অলরাউন্ডার। তবে সম্প্রতি তার বোলিং অ্যাকশন নিষিদ্ধ হয়েছে। যার কারণে প্রতিযোগিতামুলক ম্যাচে বোলিং করতে পারছেন না সাকিব। শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলছেন তিনি।
সবশেষ লঙ্কা টি-টেনে গল মারভেলসের হয়ে খেলেছেন সাকিব। সেখানে বেশ ভালো করেছেন টাইগার এ অলরাউন্ডার। তার আগে আবুধাবি টি-টেনেও খেলেছেন সাকিব। - ডেইলি ক্রিকেট
পিএসএলে এখনো পর্যন্ত তিনটি আসরে খেলেছেন সাকিব। সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালে। সেবার পেশোয়ারের হয়েই খেলেছিলেন এ অলরাউন্ডার। এছাড়া ২০১৭ সালে পেশোয়ারের হয়েই পিএসএলে খেলেছিলেন সাকিব। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। এখন পর্যন্ত খেলেছেন ১৪টি ম্যাচ। ১০৭.০১ স্ট্রাইক রেট ও ১৬.৪৫ গড়ে ১৮১ রান করার পাশাপাশি এ টুর্নামেন্টে নিয়েছেন ৮টি উইকেট।
আগামী বছরের জানুয়ারির ১১ তারিখে হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। এখন দেখার বিষয়, সাকিবের প্রতি কোনো দল আগ্রহ দেখায় কিনা।