স্পোর্টস ডেস্ক: অভিষেকে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও আছে টেস্টে। সেই বিবেচনায় স্যাম কনস্টাসের ৬০ রানের ইনিংস আর তেমন কি! তবে ১৯ বছরের অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার রানের জন্য নন, সাহসী ব্যাটিংয়ের জন্য আলোচনায়।
মেলবোর্নে অভিষেক ইনিংস খেলতে নেমে যেভাবে ব্যাটিং করেছেন তাতে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে থাকা জাসপ্রিত বুমরাহর মুখোমুখি হওয়াটা যখন অনেকে এড়াতে চান তখন প্রথম দেখায় ভারতীয় পেসারকে কী নাস্তানাবুদ না করলেন কনস্টাস। - কালেরকণ্ঠ
দলীয় সপ্তম ওভারে বুমরাহর প্রথম তিন বলে টানা র্যাম্প, স্কুপ আর রিভার্স স্কুপে ৪, ৬, ৪ মারলেন কনস্টাস। অথচ, এর আগে চেষ্টা করে তিনবার ব্যর্থ হয়েছেন তিনি। কিন্তু দমে যাওয়ার পাত্র ছিলেন না উদীয়মান ব্যাটার। গত তিন বছরে বুমরাহকে ছক্কা হাঁকানোর সাহস যেখানে দেখাতে পারেননি বিশ্বের সেরা ব্যাটাররা সেখানে অভিষেকে সেই মেরে দেখালেন তিনি।
কনস্টাসের এই সাহসী ব্যাটিংয়ের পেছনে অবদান আছে বাংলাদেশের একজনের। সেই একজন হচ্ছেন-তাহমিদ ইসলাম। অস্ট্রেলিয়ান ওপেনারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন তাহমিদ। জাতীয় দলের সঙ্গে কোনো ক্রিকেটারের ব্যক্তিগত কোচের থাকার সুযোগ না থাকলেও অনুমতি সাপেক্ষে শিষ্যর সঙ্গে কাজ করছেন তাহমিদ।
মেলবোর্নে যখন শিষ্য বুমরাহ-মোহাম্মদ সিরাজদের শাসন করছেন তখন বাইরে থেকে প্রশংসা জুটছে তাহমিদের কপালেও। ধারাভাষ্যকার ইশা গুহ যেমন বলছিলেন, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট খেলা তাহমিদ ইসলাম তার ব্যাটিং কোচ। কনস্টাস নিজেকে তৈরি করার পথে পেয়েছেন শেন ওয়াটসনের মতো তারকার সংস্পর্শও।
কনস্টাসের সঙ্গে কাজ করা নিয়ে গ্রীষ্মকালীন ক্রিকেট শুরুর আগে সংবাদ মাধ্যম ‘দ্য এজকে’ তাহমিদ বলেছিলেন, তাকে (কনস্টাস) নিয়ে টেকনিক্যাল কাজগুলো করি আমি। আর শেন ওয়াটসন খেলার মানসিক দিকগুলো নিয়ে কাজ করে। যেটা খুব ভালোভাবে কাজে দিচ্ছে। তিনজনের জুটির পথচলাটা দুর্দান্ত।
অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা তাহমিদ ওয়েস্টার্ন সাবাবর্সের হয়ে সিডনি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ খেলেছেন। পরে ইংল্যান্ডের এসেক্স ও ইয়র্কশায়ারের হয়েও খেলেছেন তিনি। ২০২৫ বিশ্বকাপে বাংলাদেশ দলের নেট বোলার হিসেবে থাকা তাহমিদ বাংলাদেশের সাবেক কোচ চন্দিকা হাতুরাসিংহের পরামর্শে ঢাকা প্রিমিয়ার লিগে নাম লেখান।
২০১৭ সালের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে প্রাইম ব্যাংক ক্রিকেটের স্কোয়াডে ছিলেনও তিনি। তবে সে বছর ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। খেলোয়াড়ী ক্যারিয়ার শেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন কোচিং করাচ্ছেন তাহমিদ। এ বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের দল সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে কাজ করেছেন তিনি।