শিরোনাম
◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:১৭ দুপুর
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলের সূচি প্রকাশ করায় খুশি পিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : সমতা ও সম্মানের ভিত্তিতে যে চুক্তি হয়েছে, তাতে আমরা আনন্দিত। সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে স্পিরিট প্রদর্শন করাই ক্রিকেটের আসল রূপ। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচী প্রকাশ করার পর এমন বিবৃতি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

আগামী তিন বছর নিজেদের মাটিতে আইসিসির সব আসর একই মডেলে করতে রাজি হয়েছে ভারত, তাতেই জয় হয়েছে পাকিস্তানের, এমন মন্তব্য করেছেন তিনি।

১৯৯৬ সালের পর অর্থাৎ ২৯ বছর পর আবারও আইসিসির কোনো টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে পাকিস্তান। তবে সেটা এককভাবে হবার কথা থাকলেও ভারতের আপত্তি ও সেখানে না খেলতে যাওয়ার ইচ্ছে প্রকাশে হাইব্রিড মডেলেই রাজি হতে হয়েছে পিসিবিকে।

তবে এবার পাকিস্তান অনড় থাকায় সমঝোতা করতে হয়েছে ভারতকেও। আগামী তিন বছর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ইভেন্টেও অংশ নেবে না পাকিস্তান। ভারতে সব টুর্নামেন্টও হবে তাই হাইব্রিড মডেলে। তাইতো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশের পর সন্তুষ্টি প্রকাশ করেছে পিসিবি।

বোর্ডের এক বিবৃতিতে মহসিন বলেন, আমি অন্তরের অন্তস্থল থেকে আইসিসির সব কর্মকর্তাদের ধন্যবাদ দিতে চাই, যারা সম্মতির মাধ্যমে এই টুর্নামেন্ট আয়োজনে কাজ করেছে। তাদের প্রচেষ্টা আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি অপরিসীম। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন পাকিস্তানের জন্য বড় মাইলফলক। এর মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমাদের নিবেদন এবং বড় টুর্নামেন্ট আয়োজনে সক্ষমতা প্রদর্শনের সুযোগ পাব। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবাইকে আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছি এবং আমাদের আতিথেয়তার স্বাদও সবাইকে দিতে চাই।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ও আইসিসির চেয়ারম্যান জয় শাহও জানিয়েছেন প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জয় শাহ জানিয়েছেন ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক রোমাঞ্চিত তিনি।

এদিকে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করার পর। টুর্নামেন্টে ভালো করার প্রত্যয়ের পাশাপাশি পাকিস্তানিদের আতিথিয়েতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। একইসাথে পাকিস্তানের পাশাপাশি অন্য দলগুলোকেও সমর্থন দেবার আহ্বান জানিয়েছে রিজওয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়