শিরোনাম
◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৫৭ দুপুর
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার একাদশে ট্রাভিস হেড, মাথাব্যথা বেড়ে গেলো ভারতের

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ‘ক্রিকেট অস্ট্রেলিয়া’(সিএ) বড়দিনে ভক্ত সমর্থকদের সুসংবাদ দিলো। বোর্ডার- গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে খেলবেন ট্রাভিস হেড। চোট কাটিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার।

চোটের কারণে হেড মেলবোর্ন টেস্টের একাদশে থাকবেন কিনা সেই বিষয়টি ছিল অনিশ্চিত। কেননা মারকুটে এই ব্যাটারকে অস্ট্রেলিয়ার অনুশীলনেও বেশিক্ষণ দেখা যায়নি। মঙ্গলবার অনুশীলনে এলেও ২০ মিনিট থ্রো ডাউন করার পর হেডকে দীর্ঘক্ষণ ফিজিও নিক জোনসের সঙ্গে কথা বলতে দেখা যায়। - ক্রিকফ্রেঞ্জি

এমনকি ফিল্ডিং ড্রিলের সময়ও খুব বেশি স্বচ্ছন্দ্যে দেখা যায়নি হেডকে। ফলে তার ফিটনেস নিয়েও জল্পনা-কল্পনা বেড়ে যায়। অনুশীলন শেষে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও হেডকে নিয়ে ইতিবাচক কিছু বলেননি।

অজি কোচ বলেছিলেন, ট্রাভিস হেডকে নিয়ে এখন কোনও চিন্তা নেই। সে খেলবে কি না সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। আমি আশা করছি সে খেলবে। ব্যাট নিয়ে তার স্কিল নিয়ে কোনও প্রশ্ন নেই। তাকে নিয়ে কতটা ঝুঁকি নিতে পারব সেটা বড় প্রশ্ন।

একদিন পার না হতেই প্রকাশ করা হলো অস্ট্রেলিয়ার একাদশ। যেখানে দেখা গেল, হেডের পাশাপাশি এই টেস্টের একাদশে সুযোগ পেয়েছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাসও। উসমান খাজার সঙ্গী হিসেবে দেখা যাবে তাকে।
চলতি সিরিজের দুর্দান্ত ফর্মে রয়েছেন হেড। ৮১.৮০ গড়ে এই সিরিজে তার ব্যাট থেকে এসেছে ৪০৯ রান। সিরিজে তিন টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন হেড। শুধু এই সিরিজই নয়, ভারতকে পেলে যেন যেকোনো ফরম্যাটেই জ্বলে ওঠেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফলে স্বাভাবিকভাবেই মেলবোর্নে হেডের একাদশে থাকা ভারতের জন্য বাড়তি দুশ্চিন্তার।

অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন এবং স্কট বোল্যান্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়