শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৮ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়দিনে বরফের দেশ ফিনল্যান্ডে মাইনাস ২০ ডিগ্রিতে ‘অর্ধনগ্ন’ রোনালদো

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন আগেই পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো বড়দিনের ছুটিতে সৌদি আরব ছেড়ে সপরিবারে ফিনল্যান্ডে ঘুরতে গেছেন। সৌদির তীব্র গরম থেকে ভয়ানক ঠা-া পরিবেশে গিয়েও চুপ করে বসে নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

মেতে আছেন আইস স্কেটিং, আইস বাথ সহ নানান আনন্দযজ্ঞে। সেসব মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যমের পোস্ট করছেন তিনি।

রোনালদোর ছুটি কাটানোর একটি ছবি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। যেখানে নিজের সুঠাম ও পেটানো শরীর প্রদর্শন করেছেন পর্তুগিজ উইঙ্গার। যদিও তার এমন ছবি আগেও দেখা গেছে। তবে এবারেরটি ব্যতিক্রম। কারণ ফিনল্যান্ডের বরফ-ঢাকা ল্যাপল্যান্ডের পুলের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।  

ল্যাপল্যান্ডের তাপমাত্রা এখন মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ড্রিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমন মারাত্মক শীতল আবহাওয়ার মধ্যে শার্ট ছাড়া রোনালদোর শরীর প্রদর্শন ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার পেশীবহুল শরীর অবশ্য ভক্তদের কাছে পরিচিতই। বরফের উপর দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগযোগের মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, 'সবাইকে শুভ বড়দিন।'

রোনালদো আরও কয়েকদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। কারণ আল নাসরের মৌসুম ফের শুরু হবে ৯ জানুয়ারি থেকে। এ বছরটা মাঠে দারুণ কেটেছে রোনালদোর। ফলে এই ছুটি তার প্রাপ্যও বটে। ২০২৪ সালে সবমিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮ গোল। এ বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। তবে দলীয় সাফল্য ধরা দেয়নি তাকে। তার দেশ পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর তার ক্লাব আল নাসর প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করেছে এবং হেরে গেছে সৌদি সুপার কাপের ফাইনালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়