শিরোনাম
◈ কাতার বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি শুক্রবার আসছেন ঢাকায়, বিপিএল খেলবেন ফরচুন বরিশালে

নিজস্ব প্রতিবেদক: বিপিএলের দ্বাদশ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলতে আসছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটি কয়েকদিন আগে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে। 

টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলারদের মধ্যে অন্যতম আফ্রিদি। পাকিস্তানের এ গতি তারকাকে নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গঠন করেছে বরিশাল। দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে শাহিন আফ্রিদি কবে আসবেন তা জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারম্যান মিজানুর রহমান।

বরিশালের মালিক জানিয়েছেন, আগামী ২৭ তারিখেই বিপিএল খেলতে বাংলাদেশে পা রাখবেন শাহিন আফ্রিদি। সেদিনই তার ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ঠিক কয়টি ম্যাচ খেলবেন সেটিও জানিয়েছেন মিজানুর রহমান। তিনি জানিয়েছেন, শুরুর দিকের ৫ থেকে ৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার। যার অর্থ, বিপিএলে ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে।

শাহিন আফ্রিদি যখন বিপিএল খেলতে আসবেন ঠিক তখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে শাহিনকে স্কোয়াডে রাখেনি পিসিবি। বিরতির এই সময়টাতে বরিশালের হয়ে বিপিএল খেলবেন পাকিস্তানের এ পেসার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়