নিজস্ব প্রতিবেদক : বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে আগামী ৩০ ডিসেম্বর। এই আসরকে সামনে রেখে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সিলেটে জেলা স্টেডিয়ামে হবে বিপিএল মিউজিক ফেস্ট। সিলেটের মিউজিক ফেস্টে থাকছেন কিংবদন্তি নগরবাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। সঙ্গে সিলেট মাতাবেন তোশিবা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে কনসার্টের টিকিটের মূল্যও প্রকাশ করেছে। টিকিটের সর্বনি¤œ মূল্য ৫০০ টাকা, এই খরচে দর্শকরা স্টেডিয়ামের গ্যালারিতে বসে গান শুনতে পারবেন। সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকার প্লাটিনাম ক্যাটাগরির টিকিট। অন্যদিকে সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে দেড় হাজার টাকা।
বেলা আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের ঢোকার গেট, খোলা থাকবে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।
বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। গত ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে। এর আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহিদদের সম্মানে নির্মিত প্রামাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।